।। প্রথম কলকাতা ।।
Chandannagar: বাঙালির সেরা তুমি ফুটবল আর খাবারের মধ্যে বাঙালির কাছে মিষ্টি হল সর্বেসর্বা। আর এই দুটোই যদি একসাথে মিশে যায় তাহলে দুর্দান্ত একটা ব্যাপার হতে পারে। ঠিক সেই জিনিসটাই করে দেখিয়েছেন চন্দননগরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী। ফুটবল বিশ্বকাপ এবং মিষ্টির মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। সন্দেশ দিয়ে তৈরি করে ফেলেছেন দুই ফুট উচ্চতার এমবাপে। এই বিশ্বকাপ (FIFA World Cup) যদি ফ্রান্স (France) জিতে তবে সম্পূর্ণ সন্দেশটি উৎসর্গ করা হবে চন্দননগরবাসীর উদ্দেশ্যে।
চন্দননগরের (Chandannagar) বাবা পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ধনঞ্জয় দাস জানান, এখন আর ব্যবসায় মন বসছে না তাদের । ফুটবল নিয়ে মেতে থাকার ইচ্ছে। কিন্তু কাজ তো করে যেতেই হবে। তাই কাজের মধ্যে দিয়েও ফুটবলকেই মনে করার চেষ্টা। তিনি বরাবর ফ্রান্সের সাপোর্টার। তাই নিজের পছন্দের দলের প্রিয় প্লেয়ার কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এই মিষ্টিটি (Sweet) তৈরি করা হয়েছে সম্পূর্ণ সন্দেশ দিয়ে। ৬ ঘন্টার অক্লান্ত পরিশ্রমের ফলাফল হল এই নিপুণ শিল্পকলা। সেখানে দেখা যাচ্ছে সন্দেশের এমবাপে তার সামনে রয়েছে সন্দেশের তৈরি ফুটবল ।
দোকানে সাজিয়ে রাখা হয়েছে সেই সন্দেশটিকে। ধনঞ্জয় দাসের কথায়, চন্দননগরের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বহু বছরের। প্রায় গোটা চন্দননগর ফ্রান্সকে সমর্থন করে আসছে বরাবরই। তাই ফ্রান্স ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠায় ভীষণভাবে গর্বিত বোধ করছেন তাঁরা। প্রিয় দল এবং প্রিয় প্লেয়ারকে সমর্থন জানাতে নিজেদের তরফ থেকে এই উদ্যোগ ধনঞ্জয় দাসের। রবিবার অর্থাৎ আজকের দিনটির জন্য ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আজ কাতারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা এবং এমবাপের ফ্রান্স। টানটান উত্তেজনার মধ্যে প্রহর গুনছে দুই দলের সমর্থকরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম