।। প্রথম কলকাতা।।
CM On Vande Bharat: বাংলায় পথ চলা শুরু করেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। গত ৩০ ডিসেম্বর তাঁর উদ্বোধন হয়। আর তার কয়েকদিন পরেই পাথর হামলা চলে বন্দে ভারতের উপরে । একবার নয় একই ঘটনা ঘটে দুবার। বন্দে ভারতের উপর হামলার বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি বেশ খানিকটা সরগরম হয়েছিল। তবে পূর্ব রেলের তরফ থেকে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়। যেখানে নিশ্চিত করা হয়েছে যে বন্দে ভারতের উপর হামলা চলেছিল বিহারে, পশ্চিমবঙ্গে নয়। এই প্রসঙ্গে এবার গঙ্গাসাগর (Gangasagar) থেকেই প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি গতকাল গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তাঁর দুদিনের সফরে আজ শেষ দিন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে বলেন, “এটা বাংলায় ঘটেনি, এটা বিহারে ঘটেছে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতন্ত্রের ক্ষোভ থাকলে তাঁরা একটি ঘটনা যদি ঘটিয়েও থাকে তাহলে বিহারকে তো অপমান করা যায় না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার আছে। তাঁরাই বা পাবে না কেন “?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বন্দে ভারতের (Vande Bharat) উপরে হামলার বিষয়টিকে নিয়ে বাংলাকে অসম্মান করা হয়েছে। আর যারা ভুয়ো খবরের মাধ্যমে বাংলাকে অসম্মান করার মত কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে। অন্যদিকে পূর্ব রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বৃহস্পতিবার এবিপি আনন্দকে জানান, ওই ঘটনাটি ঘটে বিহার বর্ডারে। এনজিপি ঢোকার কিছুক্ষণ আগেই বন্দে ভারতের উপরে হামলা চালানো হয়। যে সময় হামলা হয় অর্থাৎ ১২.৫৫ মিনিট, সেই সময় ট্রেনটির বিহারেই থাকার কথা। কাজেই তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না কোনোভাবেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম