।। প্রথম কলকাতা ।।
সোমবার ব্রাজিলের কাছে ৪-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। এই হারের পরই দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে ইস্তফা দিলেন পাওলো বেন্টো। যদিও বিশ্বকাপের আগেই তিনি জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে তিনি আর থাকবেন না। ৫৩ বছর বয়সী পর্তুগালের সাবেক কোচ শেষ ষোলতে হারের পর বলেন, “এখন আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হবে, তবে আমি কোরিয়া দলের সাথে থাকব না। আমি বিশ্রামে যাচ্ছি তারপর দেখব।”
পাওলো বেন্টো আরও বলেন, “এটা একটা সিদ্ধান্ত যা আমি সেপ্টেম্বরে নিয়েছিলাম। এবং আজ আমি এটি নিশ্চিত করেছি। আমাকে তাদের ধন্যবাদ জানাতে হবে এবং তাদের ম্যানেজার হতে পেরে খুব গর্বিত।” ২০১৮ বিশ্বকাপের পর শিন তাই-ইয়ং-এর স্থলাভিষিক্ত হয়ে দক্ষিণ কোরিয়ার বেন্টো দায়িত্ব নেন। কাতারে, তিনি ২০১০ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়াকে নকআউট রাউন্ডে তোলেন। এবং তাদের শেষ গ্রুপ খেলায় পর্তুগালকে পরাজিত করে।
বেন্টো বলেছেন, “আমি বিশ্বাস করি যে আমরা এই বিশ্বকাপে যা করেছি এবং আমরা এখানে আসার জন্য গত চার বছরে যা করেছি তার জন্য আমরা খুব গর্বিত হতে পারি, আমি মনে করি আমরা গ্রুপ পর্বে সত্যিই ভালো করেছিলাম যদিও আমি মনে করি যে ঘানাকে পরাজিত করা উচিত ছিল সেভাবে আমরা আরও পয়েন্ট তুলতে পারতাম।