।। প্রথম কলকাতা ।।
Pathaan: বিতর্ক, সমালোচনা, গুঞ্জন-গুজব সব একপাশে, আর তিনি আরেক পাশে। বলতে গেলে, তাঁর সামনে সবকিছুই ফিকে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বক্স অফিসে ঝড় তুলতে আসছে ‘পাঠান’ (Pathaan)। ছবির প্রথম ঝলক থেকেই হইচই পড়ে গিয়েছে চারিদিকে। ভক্তরা মুখিয়ে রয়েছেন ছবি দেখার জন্য। তাঁর কামব্যাক ছবিকে নিয়ে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। আর তারই মধ্যে এসেছে আরেকটি সুখবর। ভোরবেলা চোখ মেলতেই দেখা মিলবে ভগবানের। মূলত যাঁদের কাছে শাহরুখ (Shah Rukh Khan) ভগবানের থেকে কম কিছু নয়, তাঁদের কাছে এর থেকে বড় খবর আর কিছু হতে পারে না। উল্লেখ্য, ভক্তদের এক প্রকার পাগলামি, উন্মাদনা, উচ্ছ্বাস দেখেই ‘যশ রাজ ফিল্মস’-এর পক্ষ থেকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। দক্ষিণের ইন্ডাস্ট্রি সুপারস্টারের ছবির জন্য ‘মর্নিং শো’ রেখেছে। সময়?
‘এই সময়’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এমনটাই। এমনিতে হিন্দি ছবির শো টাইম সকাল ৮টার আগে দেওয়া হয় না। কিন্তু শাহরুখ খান আর তাঁর ছবির জন্য ব্যতিক্রম ঘটতে চলেছে। প্রতিবেদন অনুযায়ী, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই প্রথম সপ্তাহে সকাল ৬টার শোতে দেখানো হতে পারে ছবি। IMAX, 4DX, ICE থেকে সমস্ত প্রিমিয়াম ফরম্যাটেই দেখা যাবে শো। এরই মধ্যে কয়েক কোটি টাকার অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। টিকিটের চাহিদা যে হারে বাড়ছে, তাতে রেকর্ড ভাঙার পথে শাহরুখের ‘পাঠান’। এদিকে ছবির প্রথম গান রিলিজের পর ছবিকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেই বয়কটকে ‘ডোন্ট কেয়ার’ বলে শাহরুখের প্রতি ভালোবাসা উজাড় করে দিচ্ছেন অনুরাগীরা।
তিনি বলিউডের বাদশা। শুধু দেশে নয়, বিদেশেও তাঁর খ্যাতি আকাশছোঁয়া। তাঁর ছবিকে বয়কট করার ডাক দিলেও বা তা নিয়ে বিতর্ক তৈরি হলেও, কে মানছে। তাঁর ভক্তসংখ্যা কোটির ঊর্ধ্বে। ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখার চাহিদা যেভাবে বাড়ছে, তাতে রীতিমতো হিমশিম খাওয়ার জোগাড় হতে হচ্ছে। এমনকি তাঁর ছবি দেখতে না পেলে আত্মঘাতী হবেন বলে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছেন এক যুবক। এদিকে হায়দরাবাদ ও দিল্লির (Delhi) একটি সিনেমা হলে ৫৫ টাকা, ৮৮ টাকায় বিক্রি হচ্ছে ছবির টিকিট। মালিকরা ভক্তদেরকে আনন্দ দিতেই মূলত নিয়েছে এই সিদ্ধান্ত। ছবিতে শাহরুখ, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পাশাপাশি খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে (John Abraham)।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম