।। প্রথম কলকাতা ।।
Gandhi Godse – Ek Yudh: গোটা দেশ জুড়ে এখন বইছে পাঠানের (Pathaan) ঝড়। যতটা না আশা করা হয়েছিল তার থেকে বেশি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দর্শকদের কাছ থেকে। রীতিমত একের পর এক শো হাউস ফুল। পাঠান দেখার জন্য মানুষ লম্বা লাইন দিয়েছেন সিনেমা হল গুলির সামনে। ‘পাঠান’ এর সঙ্গেই মুক্তি পেয়েছিল ‘গান্ধী গডসে এক যুদ্ধ’। সেই ছবির অবস্থা এখন কেমন? আদৌ কি দর্শক ছবিটি দেখার জন্য সিনেমা হলে ভিড় জমাচ্ছেন?
বেশ কয়েক বছর পর শাহরুখ খানের কামব্যাক বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন আশার আলো জাগিয়েছে। বয়স বাড়লেও হিরোর ভূমিকায় শাহরুখ একেবারে অনবদ্য। ছবিটি মুক্তির আগে বহু বিতর্ক দানা বেঁধেছিল। গোটা দেশ জুড়ে ছবিটি নিয়ে কম উত্তেজনা ছিল না। ছবিটি মুক্তি পেতেই রীতিমত জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠানের প্রশংসার ছড়াছড়ি। সেই ভিড়ের মাঝে হারিয়ে গিয়েছে ‘গান্ধী গডসে এক যুদ্ধ’।
‘পাঠান’ আর ‘গান্ধী গডসে এক যুদ্ধ’ একই সাথে মুক্তি পেয়েছিল। কিন্তু দুটি ছবির বাণিজ্যিক ফল এক্কেবারে উল্টো। বেশিরভাগ প্রেক্ষাগৃহেই ‘গান্ধী গডসে এক যুদ্ধের’ দর্শক পাওয়া যাচ্ছে না। যার কারণে প্রেক্ষাগৃহ থেকে ছবিটি তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। প্রায় এক সপ্তাহ কেটে হলেও এই ছবির ঝুলি রীতিমত ফাঁকা। এক কথায় গোটা দেশ এই ছবিটির অস্তিত্ব ভুলতে বসেছে। কারণ এখন সবাই মত্ত ‘পাঠান’ নিয়ে। মাত্র ৫ দিনের মধ্যেই ‘পাঠান’ প্রায় ৫৪৩ কোটি টাকার ব্যবসা করেছে। চার বছরের পর পর্দায় ফিরে শাহরুখ খান এমন কামাল দেখাচ্ছেন যা সত্যিই অনবদ্য। ‘পাঠান’কে নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছে তেমন ‘গান্ধী গডসে এক যুদ্ধ’ নিয়েও কিন্তু বিতর্কের আঁচ উঠে এসেছে। এই ছবিটি বানিয়ে নাকি মৃত্যুর হুমকি পেয়েছেন পরিচালক। ছবিটিতে এআর রহমান সঙ্গীত পরিচালনা করেছেন।
‘পাঠান’ এর ব্যবসায়িক সাফল্য দেখে অভিভূত শাহরুখ। তিনি নিজে মন্নতের ছাদে এসে ভক্তদের সঙ্গে দেখা করেছেন। ছবিটি মুক্তি পাওয়ার আগে যেভাবে বয়কটের সুর সোনা গিয়েছিল তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি ব্যবসায়িক ক্ষেত্রে। উপরন্তু দর্শক বয়কট ট্রেন্ড ভুলে, মহানন্দে ছবিটি উপভোগ করছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম