।। প্রথম কলকাতা ।।
Coffee Art: কফির রঙে ক্যানভাসে ফুটিয়ে তুলছেন জীবন্ত জলছবি। কফি দিয়ে ছবি আঁকাই শখ (Coffee Art) পার্থ মুখার্জির। বিশ্বাস হচ্ছে না তো?কফিকে ব্যবহার করে যে ছবি আঁকা যায়,তা নিজের চোখেই দেখুন।চিনে নিন কলকাতার কফিম্যানকে (Coffee man) ।
ব্যস্ত শহরে যখন শরীরে ক্লান্তি নেমে আসে ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিলেই দুচোখে শান্তি পাওয়া যায়।
বা নতুন প্রেম কিংবা বন্ধুদের আড্ডা কিন্তু জমে ওঠে কফি হাউসের ওই ব্ল্যাক কফির (Black coffee) কাপে সেই কফির রঙেই চেনা-অচেনা মুখ। প্রতিনিয়ত ফুটিয়ে তুলছেন বেহালার বাসিন্দা চিত্রকর পার্থ মুখার্জি।
সিনে জগত থেকে সঙ্গীতশিল্পীর পোট্রেট নিঁখুতভাবে ফুটিয়ে তুলছেন পার্থবাবু। অন্য কোনও রঙ নয়, কফির রঙেই রঙিন একেক তারকার ছবি। বাড়িতে বা মন চাইলে কোনও ক্যাফেতে (Caffee) গিয়েও ক্যানভাসে ফুটিয়ে তুলছেন অচেনা মানুষের মুখ। চিত্রকর পার্থবাবু যেন কলকাতার (Kolkata) কফিম্যান!
কেন এই ভাবনা? এ জীবনের নানা রঙ, নানা রূপ।এক জীবনে সব রং ও রূপের দেখা মেলে না। তাই শিল্পী (Artist) বারবার তার দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলেন।
হাতের ছোঁয়ায় নিজের রঙে সাজান ক্যানভাস।
শিল্পী যেমন নিয়ম মানেন, তেমনই নিয়ম ভাঙেনও
চিত্রকর পার্থবাবুও চেনা ছকের বাইরে এক নতুন পথে চলতে চেয়েছেন সবসময়।রঙ হিসেবে কখনও বেছে নিয়েছেন হলুদ, কখনও আলতা ,আবার কখনও কফি (Coffee)।
তবে কফি দিয়ে ছবি আঁকা এত সহজ নয়। কিন্তু ভালোবাসা আর মনের টান থাকলেই যে সব অসম্ভবকে জয়ী করা সম্ভব। তার দেখিয়ে দিয়েছেন পার্থবাবু।
অনেক অনুরোধ আসে পোর্ট্রেট আঁকার। তাঁর কফি আর্টের ব্যাপক চাহিদা।শিল্পই নেশা যখন, তাকে আঁকড়েই এগিয়ে যেতে চান চিত্রকর পার্থ মুখার্জি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম