।। প্রথম কলকাতা।।
Bjp Mp: প্রকাশিত হয়েছে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। আর এই বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে গেরুয়া শিবির। চার রাজ্যের পাল্লা ভারী করতে বিজেপি ২১ জন সাংসদকে প্রার্থী করেছিল। তার মধ্যে জয়লাভ করেছেন ১২ জন সাংসদ। গত বুধবার সেই ১২ জনের মধ্যে ১০ জন লোকসভা থেকে ইস্তফা দিয়েছেন। এদের মধ্যে ৯ জন আবার লোকসভার সাংসদ। এবং একজন রাজ্যসভার সাংসদ। এঁদের মধ্যে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন। বিধানসভা নির্বাচনের জয়ের পর সাংসদদের ইস্তফার দুদিন পরই সংসদের সচিবালয়ের নোটিস পেলেন ১০ বিজেপি সাংসদ। সচিবালয় তাঁদের সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দিয়েছে। এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র ৩০ দিন, তার মধ্যেই বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হিন্দি বলয়ে বিজেপি কংগ্রেসকে ৩-০ গোলে হারিয়েছে। কংগ্রেস আগেরবার যেখানে তিনটি রাজ্যেই সরকার গড়েছিল, সেই তিনটি রাজ্যেই এবার বাজিমাত করেছে গেরুয়া ব্রিগেড। বিজেপির একদিকে জয় আর অন্যদিকে আগামী বছর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের কাছে ‘ডবল’ ধাক্কা। যদিও দক্ষিণ ভারতের রাজ্য তেলঙ্গানায় বিজেপি তিন সাংসদকে প্রার্থী করে সাফল্য পায়নি। সেখানে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। অনেকের মতে শান্তনা পুরস্কার হিসাবে তেলাঙ্গানা পেয়েছে কংগ্রেস।
উল্লেখ্য, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুল মার্জিনে জয় পেয়েছেন বিজেপির এই সাংসদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জে পি নাড্ডার একটি দীর্ঘ বৈঠক হয়। তারপরই একে একে ইস্তফা দেন গেরুয়া শিবিরের ১০ জন সাংসদ। তবে, এতগুলি সাংসদ পদ খালি হওয়ার অর্থ ফের একবার উপনির্বাচন। ফলে ২০২৪ সালের আগেই নতুন করে নির্বাচন তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম