।। প্রথম কলকাতা ।।
KMC: শহর কলকাতার কোন পার্কিং লটে এবার আর নগদ টাকায় নয় বরং ফি দিতে হবে অনলাইন মাধ্যমে। এমনটাই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। তাদের দাবি, শহরে যতগুলি বৈধ পার্কিং লট রয়েছে তার তুলনায় অবৈধ পার্কিং (Parking) লটের সংখ্যা বেশি। তাই পৌরসভা সঠিকভাবে পার্কিং ফি বাবদ মোট টাকা আদায় করতে পারে না। নতুন বছরে তাই বেআইনি পার্কিং বন্ধ করতে অনলাইন ফি নেওয়ার ব্যবস্থাকেই ভরসা করছেন তাঁরা। জানা গিয়েছে , আগামী ১৮ জানুয়ারি শহরের ৩৫টি রাস্তায় এই নতুন পার্কিং ফি নেওয়ার ব্যবস্থা কার্যকর হবে।
অনলাইনে (Online) টাকা মেটানোর জন্য একটি যন্ত্র (Machine) থাকবে। পাশাপাশি একটি অ্যাপও তৈরি করা হয়েছে। যার মাধ্যমে শহরের কোন কোন রাস্তায় পার্কিং লট রয়েছে এবং সেই পার্কিংয়ে আদৌ জায়গা রয়েছে কিনা সেই সম্বন্ধে সকল তথ্য পেয়ে যেতে পারবেন গাড়ি ব্যবহারকারীরা। আগামী ১৮ জানুয়ারি এটির উদ্বোধন করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা পৌরসভার পার্কিং দফতরের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ হলেন দেবাশিস কুমার। তিনি জানান, অনলাইনে টাকা মেটানো যাবে এরকম যন্ত্র আপাতত ১৩৫টি চালু করা হয়েছে। শহরের সমস্ত পার্কিং লটে ওই যন্ত্র ব্যবহার করেই খুব দ্রুত ফি (Fee) আদায় শুরু করা হবে।
কলকাতা পুরসভা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ব্যবস্থা চালু করা হয়েছে পুরসভার পার্কিং ও তথ্যপ্রযুক্তি দফতর এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের যৌথ উদ্যোগে। গোটা শহর জুড়ে প্রায় ৫০০টি জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সবগুলি থেকে কলকাতা পুরসভা ফি আদায় করতে পারে না। প্রথম পর্যায়ে ওই যন্ত্রের মাধ্যমে বেশ কিছু পার্কিং লটে অনলাইনে ফি আদায় শুরু হবে।
কীভাবে কাজ করবে সেই যন্ত্র ?
পুরসভার পার্কিং দফতর সূত্রে জানা যায়, নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি রাখার পর ওই যন্ত্রের মধ্যে গাড়ির নম্বরটি দিতে হবে। তারপর একটি স্লিপ বেরিয়ে আসবে। তার মাধ্যমে পার্কিং ফি জানা যাবে এবং গাড়ির চালককে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা বারকোড স্ক্যান করে সেই টাকা মিটিয়ে দিতে হবে। এইখানেই নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে। বহু পার্কিং সংস্থার মালিকদের দাবি, সকলেই যে অনলাইন মাধ্যমে টাকা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমনটা নয়। এমন অনেকেই রয়েছেন যারা অনলাইন মাধ্যমে এই সকল টাকা লেনদেনের বিষয় বোঝেন না। তাদের সঙ্গে পার্কিং লটের কর্মীদের মন কষাকষি হওয়ার সম্ভাবনা থাকছে।
বিষয়টি পুরসভার কাছে জানালে পুরসভার তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যারা অনলাইনে টাকা দিতে পারবেন না তাদেরকে গাড়ি রাখারও অনুমতি দেওয়া হবে না। কাজেই এই সমস্যার সমাধানে পৌরসভা এবং পুলিশকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন বহু পার্কিং লটের মালিকরা। সব মিলিয়ে আগামী দিনে শহর কলকাতায় নগদ টাকার মাধ্যমে পার্কিং এর ব্যবস্থা প্রায় তুলে দিতে চাইছে কলকাতা পুরসভা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম