।। প্রথম কলকাতা।।
Pankaj Tripathi: সাম্প্রতিককালে বিশিষ্ট ক্রিকেটার, অভিনেতা, রাজনীতিবিদদের নিয়ে সিনেমা হয়েছে প্রচুর। এবার সেই তালিকায় নাম জুড়ল অটল বিহারী বাজপেয়ীর। আসতে চলেছে বাজপেয়ীজির বায়োপিক। প্রযোজক সন্দীপ সিং সোশ্যাল মিডিয়ায় আগেই এই বায়োপিকের ঘোষণা করেছেন। এবার জানা গিয়েছে, অটল বিহারীর চরিত্রে দেখা যাবে ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে।
নেটমাধ্যমে অভিনেতা লিখেছেন, ‘Bharat zameen ka tukda nahi, jeeta jaagta rashtrapurush hai!– এই পংক্তি যে মহান নেতা লিখেছেন সেই অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছি আমি। এটাকে আমার সৌভাগ্য মনে করি। জলদি আসছে হ্যাশট্যাগ অটল’। ছবির নাম, ‘ম্যায় রহু ইয়া না রহু ইয়ে দেশ রহেনা চাহিয়ে- অটল’। প্রযোজনায় সন্দীপ সিংয়ের সঙ্গে বিনোদ ভানুশালি। পেঙ্গুইন পাবলিকেশনের বই, ‘দ্য আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স’-এর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই সিনেমা। ছবির শ্যুটিং আগামী বছরের শুরুর দিকেই শুরু হবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ২০২৩-এর বড়দিনেই মুক্তি পাবে এই বায়োপিক। দর্শকরা অটলকে দেখতে পারবেন তাঁরই ৯৯ তম জন্মবার্ষিকীতে।
দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় সন্দীপ সিং লেখেন, ‘অটল বিহারী বাজপেয়ী ভারতীয় ইতিহাসের একজন অন্যতম সেরা নেতা। যিনি দেশকে ইতিবাচক নেতৃত্ব দিয়েছিলেন। এই ছবিতে উঠে আসবে বাজপেয়ীর জীবনের অন্যান্য দিকগুলি। রাজনীতি ছাড়া তাঁর আর কী কী শখ ছিল, তা দেখানো হবে ছবিতে’। অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠী দুর্দান্ত একজন অভিনেতা। অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা একটা কঠিন চ্যালেঞ্জ তাঁর কাছে। যদিও সকলেই আশাবাদী যে, বেশ ভালোমতো নিজের দায়িত্ব পালন করবেন তিনি।
এদিকে এরপর পঙ্কজকে দেখা যাবে ‘ওএমজি- ও মাই গড ২’ ছবিতে। ২০১২-য় হিট সিনেমা ‘ও মাই গড’-এর সিকোয়েল এটি। যেখানে অক্ষয়ের সঙ্গে ছিল পরেশ রাওয়াল। ইতিমধ্যেই অভিনেতার কাজ সম্পর্কে অবগত সকলেই। বিভিন্ন ওয়েব সিরিজ, সিনেমায় তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। তিনি সকল চরিত্রকে নিজের করে, সেই মতো তৈরি হন। তাই এবারও বেশ ভালো কিছু তাঁর কাছ থেকে দর্শকরা পেতে চলেছেন বলে, আশা রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম