।। প্রথম কলকাতা ।।
Covid-19 Alert: গোটা ইউরোপ জুড়ে নতুন করে করোনা দাপট চালাতে শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপে (Europe) সব থেকে বেশি ভয় রয়েছে করোনার XBB.1.5 সাব ভ্যারিয়েন্টকে নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই বিশ্বের প্রায় ৩৮টি দেশে করোনা এই সাব ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। যার মধ্যে ৮২ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে, ৮ শতাংশ যুক্তরাজ্যে এবং ২ শতাংশ ডেনমার্কে। ভাইরোলজিস্টরা মনে করছেন, এই নতুন সাব ভ্যারিয়েন্টটি তার পূর্বসূরী XBB.1 এর মতো, তবে স্পাইক প্রোটিনে অতিরিক্ত মিউটেশন রয়েছে। যার কারণে এর সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি।
এখনো পর্যন্ত XBB.1.5 এর যত গুলি লক্ষণ প্রকাশ্যে এসেছে তা অধিকাংশ ফ্লুয়ের মতো। বেশি ঠান্ডা লাগলে যে উপসর্গ দেখা দেয় ঠিক তেমন। বিশেষ করে যারা ইতিমধ্যেই করোনার টিকা (Corona Vaccine) নিয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলছে না। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ের একজন ভাইরোলজিস্ট বলেছেন, করোনার এই সাব ভ্যারিয়েন্টকে নিয়ে আতঙ্কের কোন কারণ নেই। তিনি মনে করেন না, বর্তমানে কোন কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। তবে এই সাব ভ্যারিয়েন্টের অগ্রগতি পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোভিড-১৯ ওমিক্রনের (Omicron) সাব ভ্যারিয়েন্ট গুলির মধ্যে এখনো পর্যন্ত পাওয়া XBB.1.5 সব থেকে বেশি সংক্রামক আমেরিকার (America) এক চতুর্থাংশেরও বেশি করোনা ভাইরাস রোগীর শরীরে এই সাব ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে কয়েক মাসের মধ্যে এটি ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়বে। শুক্রবার এমনটাই জানিয়েছে, ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ECDC)। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপীয় ইউনিয়নে ২০২২ সালের শেষ সপ্তাহে কোভিড-১৯ সংক্রমণের হার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক্ষেত্রে দায়ী করা হচ্ছে XBB.1.5 কে। এটি খুব দ্রুত প্রভাবশালী রূপ নিতে পারে। বয়স্ক এবং যারা এখনো টিকা নেননি তাদের ক্ষেত্রে এই সাব ভ্যারিয়েন্টে মাঝারি থেকে উচ্চ ঝুঁকি রয়েছে।
অপরদিকে করোনার কারণে বেশ সংকটে রয়েছে চীন (China)। সেখানে দাপট চালাচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7)। ভারতেও (India) করোনার এই রূপের খোঁজ পাওয়া গেছে, তবে আতঙ্কের কিছু নেই। গত দু’বছর করোনার কারণে মানুষ ঘরবন্দির জীবন কাটিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করেছে। মানুষ বুঝে গিয়েছে করোনা নামক এই ভাইরাসকে ভয় না পেয়ে মোকাবিলা করা জরুরি। তাই অযথা আতঙ্কিত না হয়ে পুষ্টিকর খাবার খান, আর করোনা স্বাস্থ্যবিধির মেনে চলুন। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম