।। প্রথম কলকাতা ।।
মেয়র কাপের উদ্বোধনে বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। উপস্থিত সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলিও। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুললেন সস্ত্রীক সৌরভ। সৌরভের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলি। প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি বলেন, “হ্যাঁ দারুন উনি মানুষ। এমনি সমস্ত কথা হয়েছে। ক্রিকেট নিয়েও কথা হয়েছে। বাংলাদেশ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ওনার সবচেয়ে ভালো উনি এতো ব্যস্ত, এতো স্ট্রেশফুল লাইফ, সারা বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকেন সেটা দেখেন। খেলাধুলায় ওনার খুব আগ্রহ।” সৌরভ আরও বলেন, তিনি বড় বড় মাঠকে ব্লিডিং সোসাইটি করতে মানা করেছেন। যাতে ছেলেরা, মেয়েরা খেলতে পারে। এটা দারুন।”
বিসিসিআই সভাপতি থাকাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম পিঙ্ক বলের টেস্ট খেলেছিল ভারত। সেই ম্যাচেই হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। ম্যাচ শুরুর আগে ইডেনের ঘণ্টা বাজিয়েছিলেন শেখ হাসিনা।