।। প্রথম কলকাতা।।
Pamela Chopra passes away: প্রয়াত বলিউড প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া (Pamel Chopra)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ পুত্র আদিত্য চোপড়া এবং পুত্রবধূ রানি মুখোপাধ্যায়। প্লেব্যাক গায়িকা ছিলেন পামেলা চোপড়া। বহু ছবিতে গান গেয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ভারতীয় প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পাশাপাশি, তিনি অনেক YRF সিনেমায় লেখক, পোশাক ডিজাইনার এবং সহ-প্রযোজক হিসেবেও কাজ করেছেন। ‘যশরাজ ফিল্মস’ প্রযোজনা সংস্থার অনেক ছবির নেপথ্যেই ছিলেন পামেলা। সর্বশেষ খবর অনুযায়ী, গত ১৫ দিন ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। তবে শেষরক্ষা হল না । আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২০১২ সালে প্রয়াত হন বলিউডের জনপ্রিয় পরিচালক, প্রযোজক যশ চোপড়া। সেই থেকে আদিত্য চোপড়া, উদয় চোপড়া এবং পুত্রবধূ রানি মুখোপাধ্যায়কে নিয়েই ছিল পামেলা চোপড়ার সংসার।
পামেলা চোপড়া চলচ্চিত্রের সাথে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রের গান গেয়েছে। তাঁর মধ্যে উল্লেখযোগ্য কাভি কাভি (১৯৭৬) থেকে মুজসে দোস্তি করোগে (২০০২)। স্বামী যশরাজের সঙ্গে ‘প্রযোজক’ পদেও কিছুদিন কাজ করেছিলেন তিনি। স্কুলছাত্রী থাকাকালীন ভরতনাট্যম শিখেছিলেন পামেলা তখন তিনি জনসমক্ষে অভিনয় করেননি।
এ বছরই নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘দ্য রোম্যান্টিকস্’-এ দেখা গিয়েছে পামেলাকে। যেখানে তিনি যশের কৃতিত্ব, সংগ্রাম এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ।
#YashChopra’s wife #PamelaChopra passes away at 85#RIPPamelaChopra https://t.co/UmPKia6rQf
— BollyHungama (@Bollyhungama) April 20, 2023