।। প্রথম কলকাতা ।।
PM Modi Egypt Visit: পাকিস্তানের কাঁটা ঘায়ে নুনের ছিটে। মিশরে প্রোটোকল ভেঙে মোদীকে সর্বোচ্চ সম্মান কতবড় হুমকি? মুসলিম দেশে তো এমন সম্মান কখনও পাননি পাকিস্তানের প্রধানমন্ত্রীও। মিশর-ভারতের সম্পর্কে কেন আঁতকে উঠছে পাকিস্তান?। অজিত ডোভাল এর মাঝে খেলে দিলেন বড় খেলা মোদী হ্যাংওভার থেকে বের হতে পারছেন না শাহবাজ শরিফ। পাকিস্তানিরা তুলোধনা করছে সরকারকে। পাকিস্তান দাহা ফেল৷ পাকিস্তানীদের মধ্যে ছড়িয়ে পড়ছে মোদী ম্যাজিক৷ শাহবাজ সরকার মাথায় হাত দিয়ে বসে পড়েছে রীতিমত। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কাজে লাগালেন এই সুযোগটাকেই। পাকিস্তানের নাগরিকেরা ছি ছি করছেন রীতিমত৷ তাদের সোজা সাপটা প্রশ্ন। মুসলিম দেশের ঝান্ডা ওড়ানো পাকিস্তানকে তো এত তোয়াজ করল না কোনও অন্য মুসলিম দেশ। অনেকেই বলছেন এত ক্ষমতা কি আদৌ আছে পাকিস্তানের? নাকি আসলে মিশরের সঙ্গে রয়েছে ইসলামাবাদের শত্রুতা?
ইজিপ্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অর্ডার অব দ্য নাইল’ সর্বোচ্চ সম্মানের মেডেল দিতেই মুক শুকিয়ে গেল পাকিস্তানের। মোদী মিশরে পা রাখতেই প্রোটোকল ভেঙে সেখানকার প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলি জড়িয়ে ধরেন নমোকে। প্রোটোকলে সাধারণত বিদেশমন্ত্রী বা বিদেশসচিব এসে অন্য দেশের রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানান। বিশেষজ্ঞরা বলছেন, এখান থেকেই স্পষ্ট মিশরের কাছে ভারত কতটা গুরুত্ব রাখে যে সরাসরি প্রধানমন্ত্রী এলেন নমোকে রিসিভ করতে। মোদীর আমেরিকা সহ একের পর এক মুসলিম দেশে ভ্রমণ আর সেখানে এই উচ্চস্তরের সম্মান। ইসলামাবাদের মুখের ওপর বড় থ্রেট বলে মনে করছেন পাকিস্তানের কূটনৈতিক মহল। পাকিস্তানের কাঁটা ঘায়ে নুনের ছিটে! পাকিস্তানের তরফ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি ঠিকই৷ কিন্তু ইসলামাবাদের পিএমও তে রীতিমত গুঞ্জন৷ মিশরের প্রেসিডেন্ট থেকে বড় বড় কোম্পানির সিইও এমনকি মিশরের সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন মোদী। মনে করা হচ্ছে শুধু বাণিজ্যেই নয় এবার প্রতিরক্ষা ও প্রযুক্তিতেও
নতুন মাইলেজ নিতে পারে ভারত মিশরের সম্পর্ক।
এই খবরই পাকিস্তানের সহ্যের বাঁধ ভেঙে দিয়েছে কার্যত৷ এরই মাঝে বড় খবর ওমানের সুলতানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন অজিত ডোভাল। সুলতান অব ওমান হাইথাম বিন তারেকের সঙ্গে মিটিং ভারতের নিরাপত্তা উপদেষ্টার। জেনে রাখুন জি২০ সম্মেলনে এবার প্রধান অতিথির তালিকায় রয়েছেন ওমানের সুলতান কিন্তু তার আগে হঠাৎ ডোভালের সঙ্গে মিটিং কেন? বিশ্লেষক মহল বলছে মোদীর আমেরিকা থেকে মিশর সফরে দিল্লি যত না বেশি নজর রেখেছে। তার থেকে বেশি মনিটরিং করা হয়েছে ইসলামাবাদে নমোর গোটা সফর। পাকিস্তানের বিশেষজ্ঞ এসএন পুরী বলছেন কারণ ভারতের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক মজবুত এদিকে ইজরায়েলের সঙ্গে মিশরের আর দিল্লি-কায়রোর এবারের পার্টনারশিপ খুশ করছে ইজরায়েলকে
কিন্তু সেটা পাকিস্তানের জন্য হুমকির কারণ হতে পারে, কারণ মিশরের বিরুদ্ধে ইসলামাবাদ অভিযোগ তুলেছিল তারা মুসলিম সমাজকে পিছিয়ে দিচ্ছে। এমনকি সুদান ইস্যুতেও মিশরকে সাহায্য করার বদলে হাত তুলে নিয়েছিল পাকিস্তান
কিন্তু দিল্লি সমর্থন করেছিল কায়রোকে। এবার ভারতের সঙ্গে ইজিপ্টের এই বন্ধুত্ব দেখে পাকিস্তান আতঙ্কে কাঁপছে৷ বিশেষজ্ঞরা বলছেন এটা মনে করা যাচ্ছে না। পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীকে কোনও মুসলিম দেশে এমন ওয়েলকাম কোনওদিনও করা হয়েছে কিনা।
রিপোর্ট বলছে নমোর মিশরে ল্যান্ড করার পরই ওমান যাত্রা করেন ডোভাল মোদীর বার্তা ওমানের সুলতানকে পৌঁছে দেন ডোভাল জানা যাচ্ছে দুদেশের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে একের পর এক বৈঠক করেন ডোভাল। একইসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়েও কথা হয়
মনে রাখতে হবে ওমানের বিনিয়োগকারীদের মধ্যে ভারত কিন্তু বড় রোল প্লে করে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পলিসি পশ্চিম এশিয়ার অ্যাকশন শুরু হয়ে গিয়েছে৷ পাকিস্তান সেই ঝড়ে উড়ে যাবে৷ চিনকে খুঁটি করে টিকে থাকা সম্ভব কিনা এবার সেটাই দেখার৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম