।। প্রথম কলকাতা ।।
Pakistan Twitter Blocked in India: পাকিস্তানের সরকারি টুইটার (Pak Government Twitter) ব্লক করা হল ভারতে (India)। এখনো পর্যন্ত দুই দেশের তরফ থেকে সরাসরি কোন নির্দেশিকা জারি হয়নি। কিন্তু বুধবার মধ্যরাত থেকে ভারতে ইসলামাবাদের (Islamabad) টুইটার দেখতে পাওয়া যাচ্ছে না। যদি কেউ ভারত থেকে পাকিস্তানের সরকারি টুইটার হ্যান্ডেলের যান সেক্ষেত্রে স্কিনে ফুটে উঠবে ‘অ্যাকাউন্ট উইথহেল্ড’ নামক একটি লেখা। বহুদিন ধরেই এই বিষয়টি নিয়ে জল্পনা চলছিল। এর আগেও দেখা গিয়েছিল পাকিস্তানের প্রচুর ইউটিউব চ্যানেল কিংবা অ্যাপ ভারতে ব্যান করা হয়েছে।
দুই দেশে তরফ থেকে এই বিষয়ে কোন বিবৃতি জারি না করা হলেও, জানা যাচ্ছে আদালতের নির্দেশে টুইটার কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে। আইনি ভাবেই নাকি এমনটাই দাবি জানানো হয়েছিল। হিসাব অনুযায়ী, গত ছয় মাসের মধ্যে ভারতে পাকিস্তানের সরকারি টুইটার হ্যান্ডেল দ্বিতীয়বার ব্লক করা হল।
পাকিস্তানের সরকারি টুইটার হ্যান্ডেল ব্লক করার নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ। অভিযোগ ওঠে টুইটারের মাধ্যমে ভারতের বৈদেশিক সম্পর্ক, দেশের আইন-শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে নানান ভুল তথ্য প্রচার করা হচ্ছে। সেই অভিযোগে কেন্দ্র সরকার প্রায় আটটি ইউটিউব চ্যানেল ব্যান করেছিল যার মধ্যে ছিল একটি পাকিস্তানি চ্যানেল। গত বছরও পাকিস্তানের দূতাবাসের টুইটার হ্যান্ডেল নিষিদ্ধ করেছিল ভারত। পাশাপাশি ছিল প্রচুর ইউটিউব চ্যানেল। যার মাধ্যমে ভারত বিরোধী প্রচুর ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছিল।
টুইটারের এত বড় পদক্ষেপে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। টুইটারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে আইন অনুযায়ী। ভারতের আর কেউ পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অপরদিকে পাকিস্তান সরকারের টুইটার কিন্তু কানাডা, আমেরিকার মতো দেশে সক্রিয় রয়েছে। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত ভারত বা পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২০২২ সালের জুলাই মাসেও ভারতে পাকিস্তানের সরকারি টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম