।। প্রথম কলকাতা ।।
গত চার মাস ধরে ম্যাচ খেলেও ম্যাচ ফির টাকা হাতে পাননি বাবর আজমরা। তাই এবার বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সূত্রের খবর, ম্যাচ প্রতি প্রাপ্য অর্থ না পেয়ে পাকিস্তানের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার সমস্যায় পড়েছেন। ফলে সরাসরি বোর্ডের বিরোধিতা করার সিদ্ধান্ত নিতে চাইছেন তাঁরা। জানা গেছে ক্রিকেটাররা সিদ্ধান্ত মেগা টুর্নামেন্ট চলাকালীন স্পনসরদের হয়ে কোনও বিজ্ঞাপন না করার পথে হাঁটতে পারেন। এমনকি দেশের হয়ে খেলতে নেমে জার্সিতে কোনও স্পনসরের লোগো ব্যবহার করতেও অস্বীকার করবেন তাঁরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম