।। প্রথম কলকাতা ।।
Hania Aamir: তিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও কোনও মন্তব্যের জেরে নয়। গোল্ডেন গ্লোব পুরস্কার প্রাপ্ত গানে নাচ করে নেট মাধ্যমে ঝড় তুলেছেন পাকিস্তানি এই অভিনেত্রী (Pakistani Actress)। গানের কী নাম? কিছুদিন আগে একটি বিয়ের আসরে রাজামৌলির (S. S. Rajamouli) ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানে নাচ করেছেন হানিয়া আমির (Hania Aamir)। আর সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরাল হয়েছে। মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে তাঁর সেই নাচের ভিডিওতে।
তাঁর সৌন্দর্যতা বলিউড (Bollywood Divas) ডিভাদেরকেও হার মানাবে। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় শীর্ষে নাম রয়েছে তাঁর। হানিয়ার রূপের আগুনে ঘায়েল হন বহু পুরুষ। একাধিক পাকিস্তানি ফিল্ম ও ড্রামাতে দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁর লাইমলাইটের দুনিয়ায় আসা বড় অদ্ভুতভাবে। Dubsmashs-এর কারণে পরিচিতি পেয়েছেন তিনি। তাঁর Dubsmashs দেখে প্রডিউসার ইমরান কাজমির নজর যায় তাঁর দিকে। প্রথমে সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে কাজ শুরু করেছিলেন। এর পর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের প্রশংসার যোগ্য হয়ে ওঠেন হানিয়া। দিন দিন তাঁর গ্রাফ উপরের দিকেই এগিয়েছে।
এবার ভারতীয় গানে নেচে সকলের নজর কেড়েছেন তিনি। ‘নাটু নাটু’ (Natu Natu) গানটি আন্তর্জাতিক আঙ্গিনায় স্বীকৃতি পেয়েছে। হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশনের বিচারে সেরা বিদেশি ছবি সহ মোট ৪টি পুরস্কার গিয়েছে RRR-এর ঝুলিতে। এমনকি ৯৫তম অস্কারের আসরে ‘নাটু নাটু’ সেরা গানের মনোনয়ন পেয়েছে। আগামী ১২ মার্চ লস অ্যাঞ্জেলে অনুষ্ঠিত হতে চলেছে অস্কার। যেখানে বিদেশি গানগুলিকে টপকাতে পারলেই বিশ্বের সেরা গানের স্বীকৃতি পেতে পারে এই ভারতীয় গান। আর সেই গানে নাচ করে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন পাকিস্তানি এই অভিনেত্রী। এই গানটি নাচিয়ে ছেড়েছে বলিউডের তাবড় তাবড় তারকাদের। যেই তালিকায় এবার নাম জুড়েছে হানিয়া আমিরেরও। ‘ওয়েডিং ব্রিজ’ নামের একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে অভিনেত্রীর নাচের ভিডিওটি।
View this post on Instagram
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম