।। প্রথম কলকাতা ।।
Pakistan: গোয়ায় ৪ ও ৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থার (Shanghai Cooperation Organization) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে ভারত সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। ২০১৪ সালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নয়াদিল্লি সফরের পর এটিই হবে কোনো প্রধান পাকিস্তানি নেতার ভারত সফর।
পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরাহ বালোচ একটি সাপ্তাহিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ঘোষণা করেন, “বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় ৪-৫ মে, ২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য এসসিও কাউন্সিল অফ ফরেন মিনিস্টারস (CFM)-এ পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।” তিনি বলেন যে পাকিস্তানের মন্ত্রী বৈঠকে যোগ দেবেন কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাকে বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
এসসিও (SCO) হল একটি আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা ব্লক যার সদস্য রাশিয়া, চীন, ভারত এবং পাকিস্তান অন্তর্ভুক্ত। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে গোয়ায়। ভারত ২০১৭ সালের ৯ই জুন এসসিও-এর পূর্ণ সদস্য হয়৷ চারটি পর্যবেক্ষক রাষ্ট্র যেমন আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া এবং ছয়টি সংলাপ অংশীদার আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং তুরস্ক৷
আট সদস্যের সাংহাই সহযোগিতা সংস্থা একটি প্রধান আঞ্চলিক শক্তিশালা যা দুই দশক আগে এর সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সহযোগিতার প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪২ শতাংশ এবং বিশ্বব্যাপী জিডিপির ২৫ শতাংশ প্রতিনিধিত্ব করে।