।। প্রথম কলকাতা ।।
Kargil War: ঠিক কীভাবে শুরু হয়েছিল ১৯৯৯ কার্গিল যুদ্ধ জানেন? আমেরিকা বন্ধু হয়েও কেন সাহায্য করেনি ভারতকে? ভারত কিন্তু LOC ক্রস করে পাকিস্তানে ঢুকে কোনও হামলা করেনি। কার্গিল যুদ্ধের অনেক তথ্য এখনও জানেন না আপনি। একটা হারানো চমরিগাই বুঝিয়ে দিয়েছিল এবার যুদ্ধের শুরু। ইজরায়েলকে এজন্যই মানে ভারত কারণ শুনলে চমকে যাবেন ১৯৯৯ সালে টানা দুটো মাস পাকিস্তানের অপারেশন বদরের পাল্টা ভারতের অপারেশন বিজয় যুদ্ধ শুধু পাকিস্তানের বিরুদ্ধে ছিল না ভারতীয় সেনার। জানেন কারা আগে থেকে শুরু করে লড়াই? কে ছিলেন ততৎকালীন ভারতের প্রধানমন্ত্রী?
শোনা যায় কার্গিলের কাছে থাকা গ্রামে গ্রামবাসী তাসি নামগাল তার হারানো চমরিগাই খুঁজতে গিয়ে দেখেন বেশ কয়েকজন কালো পোশাকে পাথর ভাঙছে। তারিখটা ৩ মে ১৯৯৯। সন্দেহ হওয়াতেই কাছের ভারতীয় সেনার পোস্টে খবর দেন। তারপর জানতে পারা যায় একেবারে সঠিক ছিল তথ্য। পাকিস্তানের পারভেজ মুশারফের নেতৃত্বে পাক আর্মি LOC পেরিয়ে ভারতে হামলা চালান। মনে রাখবেন ততৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কড়া নির্দেশ ছিল ভারত কোনওভাবেই LOC পার করতে পারবে না। নেপথ্যে ছিল কূটনৈতিক কারণ। আর আমেরিকা? পাকিস্তানের ততৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর ব্যাপক কূটনৈতিক চাপ।
আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের নিন্দা আমেরিকার থেকে বেশি সাহায্য করেনি ভারতকে। কিন্তু হাতিয়ার নিয়ে ইজরায়েল এগিয়ে এসেছিল ভারতকে সাহায্য করতে কার্গিল যুদ্ধই ছিল গোটা পৃথিবীর ইতিহাসে সবথেকে উচ্চতম যুদ্ধ। যুদ্ধ চলছিল কার্গিল, সিয়াচেন এবং লাদাখ অঞ্চলে। যে অঞ্চলগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে প্রায় ৮ হাজার ৭৮০ ফুট। তাই ভারতীয় সেনার লড়াই একদিকে ছিল পাকিস্তানের সঙ্গে অন্যদিকে ব্যাপক ঠান্ডার বিরুদ্ধে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রির নীচেও। মাত্র ৭ দিনের প্রস্তুতিতে ইন্ডিয়ান এয়ার ফোর্সের কামাল অপারেশন বিজয়ের মতোই ভারতীয় বায়ু সেনার ‘অপারেশন সফেদ সাগর প্রায় ৩২ হাজার ফুট উপর থেকে ভারতীয় বায়ু সেনা যেভাবে যুদ্ধ করে তাতে পিছু হঠতে বাধ্য হয় পাক সেনারা। ২৬ জুলাই৷ আজকের এই দিন কার্গিল যুদ্ধে পাকিস্তানের মুহ তোড় জবাব দিয়ে জয় এনেছিল আমাদের বীর জওয়ান আমাদের আর্মি, ইন্ডিয়ান আর্মি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম