।। প্রথম কলকাতা ।।
Pakistan-Russia Oil Deal: যুদ্ধের আবহেও রাশিয়া থেকে তেল নিয়েছে ভারত। এমনকি এর কারণে পশ্চিমি দেশগুলির আক্রমণের মুখে পড়তে হয়েছে এ দেশকে। কিন্তু তা সত্বেও রাশিয়ার থেকে বিশেষ ছাড়ে জ্বালানি তেল নিয়েছে মোদী সরকার। আর তারই মাঝে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল চেয়েছে পাকিস্তান। শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারতের রেটে যদি পাকিস্তানকে জ্বালানি বিক্রি করে রাশিয়া তবেই কিনবে সে দেশ। কিন্তু তাতে রাজি নয় মস্কো।
‘হিন্দুস্তান টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি তেলে রাশিয়াকে ৩০ থেকে ৪০ শতাংশ ডিসকাউন্ট দিতে বলেছিল পাকিস্তান। সে দেশের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদ্দেক মালিক ও পেট্রোলিয়াম সচিব মহম্মদ মাহমুদ মস্কোয় একটি বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানে রাশিয়ার কাছে এই ধরনের দাবি রাখেন তাঁরা। যা মানে নি রাশিয়া। উল্লেখ্য, পেট্রোলিয়াম প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি পাকিস্তানি প্রতিনিধি দল ২৯ নভেম্বর মস্কোতে তিন দিনের সফরে ছিল। আর এই সফরে দলটি রুশ কর্মকর্তাদের সঙ্গে তেলের মূল্য পরিশোধের প্রক্রিয়া, পরিবহন ব্যয় সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছে। যেখানে রাশিয়ান পক্ষ থেকে বলা হয়, তারা আবেদন খতিয়ে দেখবে এবং কূটনৈতিক চ্যানেলের দরুণ সিদ্ধান্ত জানাবে।
প্রতিবেদন অনুযায়ী, বিশেষ ছাড়ে শুধুমাত্র বড় বড় দেশকেই তেল বিক্রি করছে মস্কো। সেই দেশগুলি অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীল কিনা, সেই বিষয়ে খতিয়ে দেখে তারপরেই তাদেরকে তেল দিচ্ছে রাশিয়া। আর সেদিক থেকে দেখতে গেলে, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। যে কারণেই রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে তেলের যে অর্ডার রয়েছে তার বাইরে এখন তারা তেল সরবরাহ করতে পারবে না। উল্টে সে দেশকে ‘স্ট্রিম গ্যাসলাইন প্রজেক্ট’-এর প্রতিশ্রুতি পূরণ করতে বলে মস্কো।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম