।। প্রথম কলকাতা ।।
WhatsApp: এবার হোয়াটস অ্যাপ থেকেও টাকা ইনকামের সুযোগ। কীভাবে ব্যবহার করবেন মেটার এই নয়া প্রযুক্তিকে? বাংলাদেশে চালু হল হোয়াটস অ্যাপ চ্যানেল এটাও কী ইউটিউব ফেসবুকের মতই। হোয়াটস অ্যাপে চ্যানেল মানে কী ফোন নম্বর ফাঁস হয়ে যাবে। প্রতিমাসেই হোয়াটস অ্যাপে কোনও না কোনও নতুন ফিচার আনছে। মেটা এবার হোয়াটসঅ্যাপেও নাকি খোলা যাবে চ্যানেল অনেক বড় বড় সেলিব্রেটিরাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাকাউন্ট তৈরি করেছেন আপনি করলেন কি?
কীভাবে করবেন এটাই সবথেকে বড় প্রশ্ন কোনও চিন্তা নেই এই সুবিধা ভারতের মানুষ যেমন পাবে বাংলাদেশেও একইভাবে চালু হয়েছে মেটার নতুন প্রযুক্তি। আপনিও যদি নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে চান তবে এর জন্য আপনাকে কিছু সহজ জিনিস বুঝতে হবে আর সেটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তাহলেই আপনি একটি দুর্দান্ত চ্যানেল তৈরি করে নিতে পারবেন। এখান থেকেও কী মিলতে পারে টাকা কামানোর সুযোগ? প্রাইভেসি সুযোগ থাকছে নাকি সবার ফোন নম্বর সবাই জেনে যাবে? কীভাবে একটা দুর্দান্ত চ্যানেল তৈরি করবেন তাহলে? একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে আপনার একটি হোয়াটসঅ্যাপ বিসনেজ অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার ফোনে WhatsApp-এর লেটেস্ট ভার্সন থাকা উচিত। আপনার WhatsApp অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু থাকা প্রয়োজন যাতে কোনও ভাবেই আপনার ব্যক্তিগত কোনও তথ্য কেউ না পায়।
এ তো গেল প্রাইভেসির কথা প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ খুলতে হবে এর পরে আপডেট ট্যাবে যেতে হবে এখানে আপনাকে + আইকনে ক্লিক করতে হবে। এই অপশনতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি New Channel অপশন দেখতে পাবেন। সেটিকে ক্লিক করুন এবার Get Started-এ ক্লিক করুন, তারপরে on-screen instructions-এ যা কিছু লেখা থাকবে তা মেনে চলুন। তারপরে চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন চ্যানেলের নাম দেওয়ার পরে আপনি চ্যানেলটি কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন। নিজের চ্যানেল সাজান নিজের মতো করে।
গত জুনে কয়েকটি দেশে চালু হওয়া এই ফিচার এখন বাংলাদেশসহ ১৫০টি দেশে পাওয়া যাচ্ছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ নিজে সেকথা জানিয়েছেন। তবে হ্যাঁ এটাও ঠিক হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটি চালু করা হলেও এই ফিচারটি এখনও সমস্ত ব্যবহারকারীর জন্য আনা হয়নি। আপনি যদি হোয়াটসঅ্যাপে এই ফিচারটি দেখতে না পান তবে আপনাকে এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম