।। প্রথম কলকাতা ।।
Gmail: গুরুত্বপূর্ণ মেইল এসেছে। কিন্তু ইন্টারনেট না থাকায় আপনি চেক করতে পারছেন না। এখন আর গ্রাহকদের সমস্যায় পড়তে হবে না। ইন্টারনেট ছাড়াই গ্রাহকরা তার মেইল পড়তে পারবেন। রিপ্লাইও দিতে পারবেন। শুধু তাই নয়, পুরনো মেল সার্চ করতেও পারবেন। কিন্তু কীভাবে?
আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট পরিষেবা না থাকা সত্ত্বেও এই পরিষেবা চালু করতে পারবেন। গুগল ক্রোম ব্রাউজার থেকেই অফ লাইনে জিমেইল ব্যবহার করা যাবে। তাও আবার সাধারন মোডে হবে। অফ লাইন জিমেল পরিষেবা পেতে গ্রাহকদের যা যা করণীয় সেগুলো হল, ডিভাইসে ক্রোম ইন্সটল করার পর জিমেইল সেটিংসে যেতে হবে। অফলাইন ট্যাবে ক্লিক করে এনাবেল অফলাইন মেইল চেকবক্স অন করতে হবে। তারপরই মিলবে নতুন সেটিং। এরপর জিমেইল জানতে চাইবে কতদিনের ই মেইল আপনি সিন করাতে চান। এইবার সবশেষে অপশন ক্লিক করলেই সংশ্লিষ্ট ডিভাইসে চালু হয়ে যাবে অফলাইন জি মেইল।
গুগল জানিয়েছে, এর ফলে যেখানে ইন্টারনেট সুযোগ খুব দুর্বল বা ধীর গতির অথবা প্রত্যন্ত ইন্টারনেট কভারেজ সেইসব জায়গাতেও জিমেইল পরিষেবা মিলবে। অর্থাৎ এভাবেই ইন্টারনেট ছাড়া জিমেইলের মেসেজ করতে পারবেন, এমনকিও রিপ্লাই করতে পারবেন।
অর্থাৎ গুগল সাপোর্ট অনুসারে mail.google.com এর মাধ্যমে ইন্টারনেট ছাড়াই জিমেইল মেসেজ পড়তে, রিপ্লাই করতে এবং সার্চ করতে পারবেন। অতএব আর ইন্টারনেট পরিষেবা না থাকার কারনে মেইল দেখতে বা রিপ্লাই করতে পারছেন না বলে হা হতাশ করার কিছু নেই। সেটিংস এ একটু পরিবর্তন মুসকিল আসান হয়ে দেখা দেবে।
কম্পিউটার থেকে চাইলে অফলাইনে জিমেইল আনইনস্টলও করতে পারবেন। এর জন্য প্রথমে কম্পিউটারে গুগল ক্রোম ওপেন করতে হবে। এবার ডান দিকে ওপরে মেনু অপশন সিলেক্ট করে সেটিংস ওপেন করতে হবে। এর পরে অ্যাডভান্স সিলেক্ট করতে হবে। এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন দেখা যাবে। এই অপশন সিলেক্ট করে কনটেন্ট সেটিংস ওপেন করতে হবে। এবার সিলেক্ট করতে হবে কুকিস। এবার সি অল কুকিস অ্যান্ড সাইট ডেটা অপশনে ক্লিক করে রিমোট অল সিলেক্ট করতে হবে। এর পরে জিমেইল সেটিংস থেকে এনাবেল অফলাইন মেইল অপশন আনচেক করতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম