।। প্রথম কলকাতা ।।
LIC new plan: সঞ্চয় তো দূরের কথা, জিনিসপত্র যা দাম বেড়েছে তাতে মাস মাইনেতে কুলিয়ে ওঠা যাচ্ছে না -এমনটা অনেকের মনে হতেই পারে। কিন্তু তারপরও সামান্য টাকা যদি নিয়মিত সঞ্চয় করা যায় তাতেই ভবিষ্যতের জন্য মোটা টাকা সুনিশ্চিত করা সম্ভব। তবে তার জন্য সঠিক প্রকল্প বাছাই করতে হবে। যদি বলি, দিনে মাত্র ৭১ টাকা করে সঞ্চয় করুন। তাতেই মেয়াদ শেষে পাবেন ৪৮ লক্ষ টাকা তবে তো অবাক হবেনই। এইরকমই আকর্ষণীয় পলিসি এনেছে লাইভ ইন্সুরেন্স কর্পোরেশন। ভবিষ্যতের আর্থিক জীবন সুরক্ষিত করার জন্য এই পলিসির কথা ভাবতে পারেন।
সম্প্রতি নতুন এনডাউমেন্ট প্ল্যান নিয়ে এসেছে LIC। এই প্ল্যানে অনেক ধরনের সুবিধা রয়েছে। আপনি যদি LIC-র এই প্ল্যানে দৈনিক ৭১ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ কাল শেষে প্রায় ৪৮ লক্ষ টাকার তহবিল গড়তে পারবেন। শর্ত এমন কিছু কঠিন নয়।
LIC র নিউ এন্ডাউমেন্ট প্ল্যানের জন্য ১৮ থেকে ৫২বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এই তাই যত কম বয়সে বিনিয়োগ করবেন লাভের অংক ঘরে তুলতে পারবেন তত বেশি। মেয়াদ শেষে সেই মোটা টাকা বড় ব্যবসায় কাজে লাগাতে পারবেন।
এলআইসির নিউ এন্ডাউমেন্ট প্ল্যানে আপনি যদি ১৮ বছর বয়সে ১০ লক্ষ টাকার ৩৫ বছরের মেয়াদে বিমা গ্রহণ করলে প্রথম বছরে ২৬,৫৩৪ টাকা বার্ষিক প্রিমিয়াম দিতে হবে। এই পলিসি অনুসারে দ্বিতীয় বছরে আমানতকারীকে ২৫,৯৬২টাকা প্রিমিয়াম দিতে হবে। রোজ টাকা দেওয়ার দরকার নেই।এই প্ল্যানে তিনমাস অন্তর বা বছরে একবারও প্রিমিয়াম দেওয়া যাবে। আপনি যদি দিনে ৭১ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষের পর ৪৮.৭৫ লাখ টাকা পাবেনসঙ্গে অবশ্যই থাকছে জীবন বিমার সুবিধা।
এই প্ল্যানে গ্রাহক মেয়াদ শেষের আগে মারা গেলে নমিনিকে জীবন বিমা কভারের সুবিধা দেওয়া হয়। পলিসির প্রথম প্রিমিয়াম শোধ করার পরই এই কভার শুরু হয়। পলিসি হোল্ডার মারা গেলে কোম্পানি নমিনিকে অনেক সুবিধা দিয়ে থাকে। বিনিয়োগকারী প্রিমিয়ামের ওপর নির্ভর করে ১০ লক্ষ ৪৫ হাজার টাকা থেকে ৪৮ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের অধীনে বিনিয়োগের জন্য আপনাকে প্রিমিয়াম হিসাবে শুধুমাত্র ৯ লক্ষ ৯ হাজার ২৪২ টাকা দিতে হবে। তার বদলে ম্যাচিউরিটির সময় ৪৮ লক্ষ ৭৫ হাজার টাকা পাবেন।নিরাপদ ও নিশ্চিত রিটার্ন পেতে এখনও দেশবাসী আস্থা রাখে রাষ্ট্রায়ত্ত এই জীবন বিমা কোম্পানির ওপর। তাই আর দেরি নয়, ভবিষ্যত সুনিশ্চিত করতে এই প্ল্যানের কথা ভাবতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম