।। প্রথম কলকাতা ।।
লখনউয়ের সঙ্গে পথচলা শুরু করা গুজরাত টাইটান্স প্রথমবার চ্যাম্পিয়ন আর দ্বিতীয়বার রানার্স আপ হলেও সেটা পারেনি লখনউ। আর তাই ২০২৪ আইপিএলে সাফল্য পেতে দলে বদল আনতে চাইছে লখনউ সুপার জায়ান্টস। জানা গিয়েছিল মেন্টর গৌতম গম্ভীরকে ছাড়তে চলেছে এলএসজি। আর সেই সুযোগে গোতিকে দলে ভেড়াতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে কেকেআর ফ্যানরা। অবশেষে অপেক্ষার অবসান ঘটল কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের। মাস ছয়েক আগে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল, কলকাতা নাইট রাইডার্সে ফিরছেন গৌতম গম্ভীর। এবার এই গুজবে পড়লো সিলমোহর।
গম্ভীরের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে কেকেআরের। তাঁর নেতৃত্বেই দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর? গত দশটা বছর স্রেফ ব্যর্থতা। তা ভুলতে এ বার সেই চেনা মুখের কাছেই ফিরল শাহরুখ খানের টিম। অধিনায়ক হিসেবে কেকেআরকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন তিনি। এবার মেন্টর হিসেবে ফের দলকে টেনে তোলার গুরু দায়িত্ব পেলেন গম্ভীর। এদিন মেন্টর হিসেবে নাম ঘোষণা হতেই কেকেআর জার্সিতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন গম্ভীর। সেখানে পিঠের ২৩ নম্বর জার্সি নম্বরটি দেখিয়ে তিনি লেখেন, ‘আমি ফিরছি, আমি ক্ষুধার্থ, আমি ২৩ নম্বর, আমি কেকেআর’।
কেউ কেউ এমন থাকেন, যিনি একটা গড়পড়তা টিমকে নিজের দর্শন দিয়ে পাল্টে দেন। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার ক্ষেত্রে এই কথা যেমন প্রযোজ্য, তেমনই প্রযোজ্য গম্ভীরের ক্ষেত্রেও। প্রতিবার ভালো টিম করলেও অধরা ছিল সাফল্য। সেইসময় কেকেআরের দায়িত্বভার নেন গৌতম গম্ভীর। আর তারপর বাকিটা সকলেরই জানা। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন গৌতম গম্ভীর। এই সময়ের মধ্যে তাঁর অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালে দুইবার আইপিএল ট্রফি ঘরে তোলে নাইটরা। শুধু তাই নয়, তাঁর সময় পাঁচবার প্লে-অফ গিয়েছে শাহরুখের টিম।
কেকেআরের মেন্টর ঘোষণার পর গম্ভীর বলেন, আমি একজন আবেগপ্রবণ মানুষ নই, খুব বেশি জিনিস আমায় নাড়া দেয় না৷ কিন্তু এটা অন্যরকম৷ যেখান থেকে সবটা শুরু হয়েছিল সেখানেই ফেরত আসা৷ আজ আমার গলা বুজে আসছে , হৃদয়ে আগুন জ্বলছে, আমি আবার বেগুনি-সোনালি জার্সিতে ফিরতে চলেছি৷ আমি শুধু কেকেআরে ফিরছি না, সিটি অফ জয়ে ফিরছি। প্রতিক্রিয়া দিয়েছেন দলের অন্যতম কর্ণধার বলিউড বাদশা শাহরুখ খান। তিনি বলেন, নিজের ঘরে নতুন অবতারে মেন্টর হিসেবে ফিরছেন গোতি। ও নিশ্চয় আমাদের মিস করছিল। এবার আমরা সামনের দিকে তাকাব। চন্দু স্যার আর গম্ভীর সেই হার না মানা মানসিকতাটা ফিরিয়ে আনবে। আর কেকেআর মাঠে জাদু দেখাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম