।। প্রথম কলকাতা ।।
Illegal Construction: শিলিগুড়ির গুরুংবস্তি এলাকায় রাস্তার দু’পাশেই সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ গড়ে তোলা হয়েছে বলে আদালতে মামলা চলছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্টের রায় যায় সরকার পক্ষের দিকে। সেই সমস্ত নির্মাণগুলি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের তরফে ভেঙে দেওয়া হয় সমস্ত অবৈধ নির্মাণ।
জানা গিয়েছে, এরকম ২২টি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে বাড়ি, ওষুধের দোকানও রয়েছে। হাইকোর্টের সেই নির্দেশ কার্যকর করার জন্য শুক্রবার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে এলাকায় হাজির হন পুর কর্মীরা। এই ঘটনার পরইস্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, পুরসভা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে নি, আর তা না করেই নির্মাণ ভেঙে দিচ্ছে।
এদিন শিলিগুড়ির নিবেদিতা রোডে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হতেই ব্যাপক ভিড় জমতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। পুলিশ নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবকে এর আগেও শহরের অবৈধ নির্মান নিয়ে সরব হতে দেখা গিয়েছিল। তিনি জানিয়ে দিয়েছিলেন কোথাও অবৈধ নির্মান হলে ব্যবস্থা নেওয়া হবে ।শিলিগুড়ি পুরনিগম এর আগেও শহরের বেশকিছু জায়গায় অবৈধ নির্মান ভেঙে দিয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম