।। প্রথম কলকাতা ।।
Ram Mandir: মহা সমারোহে ধুমধাম করে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। শহর কলকাতায় রাম মন্দির নিয়ে রাজনীতির প্রতিবাদে মহামিছিলের ডাক দিল বুদ্ধিজীবীদের একাংশ ও নাগরিক সংগঠন সম্মিলিতভাবে। এই মিছিলটি হবে আগামী ২২ সে জানুয়ারি। তিলোত্তমার ওয়েলিংটন স্কোয়ার থেকে নেতাজি ইনডোর স্টেডিয়াম পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়েছে। মহা সমাবেশকে সামানে রেখে ঐক্যের কথা বলে হবে এই কর্মসূচির মাধ্যমে। লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরে ইস্যুতে যখন ঠগবগ করে ফুটছে দেশের রাজনৈতিক মহল। ঠিক তখনই ফ্যাসিবাদ বিরোধী মহামিছিল ও সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, প্রায় ১০০ টি সংগঠন এই সম্মেলনে সামিল হবে। মেধা পাটেকর, মহুয়া মৈত্র-সহ আরও অনেকে উপস্থিতি থাকবেন বলে জানা যাচ্ছে।এই উদ্যোগের সঙ্গে সহমত জানিয়েছেন অমর্ত্য সেনও। নতুন বছরের গোড়াতেই অযোধ্যায় মেগা উদ্বোধন। ২২ জানুয়ারি রাম মন্দিরের দ্বারোঘাটন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রমশ এগিয়ে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। ২২ তারিখ একদিকে যখন খালি পায়ে হাঁটবেন মোদি, সেই সময় কলকাতায় সম্প্রদায়িক ঐতিহ্য অক্ষুন্ন রাখার জন্য হবে মহা মিছিল।
খবর মিলেছে, রাম মন্দির উদ্বোধন ঘিরে ফের তৈরি হয়েছে নয়া বিতর্ক। বিজেপির দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানি এবং মুরলি মনোহর যোশী থাকছেন না অনুষ্ঠানে। ছয় দর্শনের শঙ্করাচার্যরা, ১৫০ জন সন্ত ও সাধু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে এ ছাড়াও মোট চার হাজার সাধু ও অন্য ২ হাজার ২০০ আমন্ত্রিত থাকবেন৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম