।। প্রথম কলকাতা ।।
Lok Sabha Security Breach: সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনে লোকসভায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। যা নিয়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা সংসদে। ২২ বছর আগে সংসদে হামলার স্মৃতি ফিরিয়ে দিয়েছে আজকের এই ঘটনা। এর আগে ২০০১ সালে সংসদে জঙ্গি হামলা হয়েছিল।
জানা গেছে , আজ লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু সভায় ওই সময়ে বক্তৃতা করছিলেন। আচমকা দেখা যায়, অধিবেশন চলাকালীন পাবলিক গ্যালারি থেকে লাফিয়ে পড়েন দুই ব্যক্তি। বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে পড়েন তাঁরা। আসন ছেড়ে উঠে পড়তে দেখা যায় সাংসদেরও। আতঙ্কিত হয়ে পড়েন সংসদে উপস্থিত সকলেই। সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন, ”আচমকাই সাংসদের গ্যালারিতে লাফিয়ে নেমে পড়ে। এবং তারা গ্যাস ছুড়তে থাকে। যার ফলে চোখের জ্বালার সৃষ্টি হয়। সাংসদরা এবং নিরাপত্তা রক্ষীরা তাকে গোল করে ঘিরে ফেলে আটক করে।
#WATCH | Delhi: Two protestors, a man and a woman have been detained by Police in front of Transport Bhawan who were protesting with colour smoke. The incident took place outside the Parliament: Delhi Police pic.twitter.com/EZAdULMliz
— ANI (@ANI) December 13, 2023
সংসদ টিভির ভিজ্যুয়াল এ দেখা গেছে, নীল জ্যাকেট পরা এক ব্যক্তিকে হাউসে বেঞ্চের উপর লাফ দেয়। তাদের হাতে ক্যানিস্টার ছিল। এই ক্যানিস্টারগুলি থেকে হলুদ ধোঁয়া বেরোতে থাকে। তাদের মধ্যে একজন স্পিকারের চেয়ারের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছিলেন। অধিবেশন চলাকালীন এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকসভা কক্ষে। গোটা ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভার একজন ওয়ার্ড স্টাফ প্রথম একজনকে ধরে ফেলেন। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এই ঘটনার পর দুপুর ২টো পর্যন্ত সংসদ মুলতুবি করার কথা ঘোষণা করা হয়।
संसद तोड़ना.
आंसू गैस के कनस्तरों के साथ दो लोग लोकसभा कुएं में कूद गए और उसे खोल दिया। सदन स्थगित#LokSabha pic.twitter.com/jPX0FOHPRI
— Nikhil Tyagi (@NikhilT37865100) December 13, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম