।। প্রথম কলকাতা ।।
Maha Shivratri 2023 Puja Timing: হিন্দু ধর্মে প্রতি মাসে শিবরাত্রি (Shivratri) পালন করা হয়। কিন্তু ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত মহা শিবরাত্রির (Maha Shivratri) বিশেষ গুরুত্ব রয়েছে। সারারাত জেগে উপবাস করে ভক্তরা চার প্রহরে দেবাদিদেবের মাথায় জল ঢালেন। কথিত আছে চার প্রহরে আরাধনার মাধ্যমে ভোলেনাথ ব্যক্তি জীবনের দুঃখ, কষ্টে, সংকট, সমস্যা সব কিছু দূর করেন। ২০২৩ এর মহা শিবরাত্রি পড়েছে ১৮ই ফেব্রুয়ারি। প্রত্যেক প্রহরে দেবাদিদেবের মাথায় ভক্তরা একটি করে ফল নিবেদন করে জল অর্পণ করেন। পাশাপাশি ঘি, দই, দুধ দিয়ে শিবকে অভিষেক করার রীতি রয়েছে।
শিবরাত্রি দিন সকালে উঠে প্রথমে স্নান করে শুদ্ধ বসনে পুজো আর উপবাসের সংকল্প গ্রহণ করবেন। তারপর বাড়িতে কিংবা নিকটস্থ কোন শিব মন্দিরে গিয়ে শিব আর পার্বতীকে স্মরণ করে জলাভিষেক করবেন। এই শুভ যোগে চন্দনের প্রলেপ আর পঞ্চামৃত দিয়ে দেবাদিদেবকে অভিষেক করবেন। শিব মন্ত্র জপ করতে ভুলবেন না। এছাড়াও অভিষেক করার সময় ব্যবহার করতে পারেন ডাবের জল, গঙ্গাজল বা দুধ। ভোলেনাথের উদ্দেশ্যে অর্পণ করবেন বেলপাতা, অখন্ড চাল, আকন্দ, ধুতুরা প্রভৃতি ফুল। অর্পণ করতে পারেন যে কোনো সাদা ফুল আর অপরাজিতা। পুজো শেষে ঘুটে জ্বালিয়ে তাতে তিল, চাল আর ঘি মিশিয়ে আহুতি দেবেন। মহা শিবরাত্রিতে চার প্রহরের পুজোর নিয়মের সঙ্গে নানান প্রচলিত ধারণা রয়েছে। বলা হয় প্রথম প্রহরে পরপর চার বার দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করালে শুভ ফললাভ সম্ভব। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গ অভিষেক করতে হয় দই দিয়ে। তৃতীয় প্রহরে শিবলিঙ্গ স্নান করানো উচিত ঘি দিয়ে। চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গ স্নানের নিয়ম রয়েছে।
মহা শিবরাত্রির চার প্রহরের পুজো
চতুর্দশী তিথি শুরু
১৮ই ফেব্রুয়ারি, রাত ৮ টা ২ মিনিটে
চতুর্দশী তিথি শেষ
১৯শে ফেব্রুয়ারি, বিকেল ৪টে ১৮ মিনিটে।
- প্রথম প্রহর :- ১৮ই ফেব্রুয়ারি, বিকেল ৫ টা ৩৫ মিনিট থেকে রাত ৮ টা ৪২ মিনিট।
- দ্বিতীয় প্রহর:- ১৮ই ফেব্রুয়ারি, রাত ৮ টা ৪২ মিনিট থেকে রাত ১১ টা ৫০ মিনিট।
- তৃতীয় প্রহর:- ১৮ই ফেব্রুয়ারি, রাত ১১ টা ৫০ মিনিট থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ২ টো ৫৮ মিনিট।
- চতুর্থ প্রহর:- ১৯শে ফেব্রুয়ারি, রাত ২ টো ৫৮ মিনিট থেকে ভোর ৬টা ০৬ মিনিট।
ব্রতভঙ্গের সময়
১৯শে ফেব্রুয়ারি সকাল ৬ টা ০৬ মিনিট থেকে দুপুর ২ টো ৪৩ মিনিট পর্যন্ত।
(পঞ্জিকা ভেদে সময়ের সামান্য হেরফের রয়েছে)
শিবরাত্রিতে সুফল পেতে কী করবেন?
- যদি আপনি মনে করেন যথাযথ পরিশ্রম করেও জীবনের সঠিক সাফল্য পাচ্ছেন না তবে, এই দিন জলে যব এবং কালো তিল রেখে শিবলিঙ্গের স্নান করান। এই কাজটি করলে ব্যক্তির জীবনের সমস্ত কষ্ট দূর হয়, পাশাপাশি অর্থ সংকট কেটে যায়।
- যদি সংসারে আয় বাড়াতে চান তাহলে মহা শিবরাত্রির দিন একটি শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসুন। তারপর নিয়ম মেনে প্রতিষ্ঠা করে পুজো করুন। কথিত আছে এর ফলে ব্যক্তির জীবনের সমস্ত ফাঁড়া কেটে যায়।
- রাত্রে পুজো দিয়ে তার পরদিন সকালে অসহায় ব্যক্তিদের খাদ্য এবং বস্ত্র দান করুন।
- দেবাদিদেবের পাশাপাশি আরাধনা করুন দেবী পার্বতীর। দেবী পার্বতীর আশীর্বাদে সর্বদা সংসার সুখী এবং সন্তানের মঙ্গল হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম