।। প্রথম কলকাতা ।।
Rahul Gandhi: কারাদণ্ড রাহুল গান্ধীর (Rahul Gandhi)! ‘মোদী’ পদবী নিয়ে কটাক্ষ, যার জল গড়ায় আদালত পর্যন্ত। মানহানির মামলায় সুরাটের এক আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন “সব চোরেদের পদবী ‘মোদী’ হয় কেন?” ২০১৯ সালের এই মানহানি মামলায় বৃহস্পতিবার সুরাটের দায়রা আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে। যদিও কারাদণ্ডের সাজার পরেই তিনি জামিন পেয়ে গিয়েছেন।
ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৯ সালে। লোকসভা নির্বাচনের আগে প্রচারের জন্য রাহুল গান্ধী স্লোগান তুলেছিলেন ‘চৌকিদার চোর হ্যায় ‘। ভরা জনসভায় বলেছিলেন “সব মোদীরা কেন চোর হয়?”। তিনি নীরব মোদী, ললিত মোদীর সম্পর্কে এই মন্তব্য বোঝাতে চাইলেও উঠে আসে নরেন্দ্র মোদীর নাম। আদালতে রাহুল গান্ধীর নামে মামলা দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী তিনি, ‘মোদী’ পদবীর সকল ব্যক্তিকে অপমান করেছেন।
কর্নাটকের কোলারের দলীয় প্রচারে গিয়ে ‘মোদী’ পদবী নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই মামলার রায় বেরল ২০২৩ এর ২৩ শে মার্চ। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় মামলা দায়ের হয়। যিনি মামলা করেছিলেন তার অভিযোগ অনুযায়ী, রাহুল গান্ধী গোটা মোদী সম্প্রদায়কে অপমান করেছেন। সেই অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতে। তার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত। যদিও কারাদণ্ডের সাজার পরেই রাহুল গান্ধী জামিন পেয়ে গিয়েছেন। অর্থাৎ তাকে জেলে থাকতে হবে না। বৃহস্পতিবার ২০১৯ সালের সেই মানহানি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু’বছরের জেলের সাজা দিলেও আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম