।। প্রথম কলকাতা ।।
আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এফআইএইচ (FIH) পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩। তার আগে বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করেছেন যে ভারতীয় হকি দলের প্রতিটি খেলোয়াড় বিশ্বকাপ জিতলে ১ কোটি টাকা করে পাবে। এদিন পট্টনায়েক রাউরকেলার বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ও বিশ্বকাপ ভিলেজের উদ্বোধন করেন।
বিশ্বকাপ ভিলেজটি রেকর্ড নয় মাসের মধ্যে গড়ে তোলা হয়েছে এবং হকি বিশ্বকাপের মতো সমস্ত সুযোগ-সুবিধা সহ ২২৫টি কক্ষ রয়েছে। বিশ্বকাপ ভিলেজটিতে আসন্ন হকি বিশ্বকাপের দল ও কর্মকর্তারা সেখানে উঠবেন। এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী বিশ্বকাপ ভিলেজে থাকা জাতীয় পুরুষ হকি দলের সঙ্গে বাক্যালাপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসে পট্টনায়েক বলেন, “আমাদের দেশ বিশ্বকাপ জিতলে টিম ইন্ডিয়ার প্রত্যেক খেলোয়াড়কে ১ কোটি টাকা করে দেওয়া হবে। আমি টিম ইন্ডিয়ার জন্য শুভ কামনা করি এবং আশা করি তারা চ্যাম্পিয়ন হবে।”
ভারতের জাতীয় দলের খেলোয়াড়রা ওড়িশা সরকারের প্রশংসা করেছেন এবং দেশের খেলোয়াড়দের জন্য ও হকির জন্য একটি সামগ্রিক ইকোসিস্টেম গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ওডিশার সংস্কৃতিকে প্রতিফলিত করে অনবদ্য পরিষেবা এবং আতিথেয়তা দেওয়ার জন্য হকি ইন্ডিয়া তাজ গ্রুপকে অন্তর্ভুক্ত করেছে।
বিশ্বকাপ ভিলেজ উদ্বোধনে উপস্থিত ছিলেন ওড়িশার ক্রীড়ামন্ত্রী টি কে বেহেরা, হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকি, সেক্রেটারি ভি কে পান্ডিয়ান, সেক্রেটারি স্পোর্টস, আর ভিনিল কৃষ্ণ, এমডি আইডিসিও, ভূপেন্দ্র সিং পুনিয়া, সেক্রেটারি জেনারেল, হকি ইন্ডিয়া ভোলানাথ সিং এবং ওড়িশা সরকার ও হকি ইন্ডিয়ার কর্মকর্তারা।