।। প্রথম কলকাতা ।।
Shraddha Kapoor: দেখতে ছিপছিপে হলে কী হবে, দুপুরে বাঙালিদের মত ভরপেট ভাত না খেলে পেট ভরে না শ্রদ্ধার। তারপরেও এমন ফিগার কীভাবে? কোন সিক্রেট ডায়েট ফলো করেন শ্রদ্ধা, জানা আছে সেটা? অবশেষে মিলল নায়িকার টপ সিক্রেট ডায়েটের খোঁজ। জানেন কী কী থাকে শ্রদ্ধার রোজকার ভোজে? ভাত নাকি রুটি? কোন খাবারটি শ্রদ্ধার সবচেয়ে বেশি পছন্দ? জানাবো সবটাই।
এটা শুনতে অবাক লাগবে যে, ওটস, ডালিয়া নয়, দুপুরে ‘ভাত’ ছাড়া ঠিক জমেনা শ্রদ্ধার। আর ভাতের পাতে থাকতেই হবে সাত রকমের পদ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। ভাজাভুজি, তরিতরকারি সবই নাকি খেতে পছন্দ করেন শ্রদ্ধা। তাহলে এমন ছিপছিপে গড়ন ধরে রাখেন কীভাবে? ভক্তমনে প্রশ্ন, এত খাবার যায় কোথায়? কোন ডায়েট ফলো করেন শ্রদ্ধা? আপনিও কি জানতে চান শ্রদ্ধার এই টপ সিক্রেট?
হ্যাঁ, টপ সিক্রেটই বটে। তার চেহারা দেখে সত্যিই বোঝার উপায় নেই যে তিনি ঠিক কত বড় পেটুক। একেবারে জমিয়ে খাওয়াদাওয়া সারেন তিনি। তারিয়ে তারিয়ে প্রতিটা খাবারের স্বাদ নিতে যে তিনি বড়োই ভালোবাসেন। সকাল থেকে রাত, তিন বেলাতেই তার পাতে থাকে মজাদার সব খাবার। বিশেষ করে দুপুরের খাবারে আমাদের বাঙালিদের মত ভাতটাকেই বেশি পছন্দ করে শ্রদ্ধা। না না এটা আমরা বলছিনা। এ কথা তো শ্রদ্ধা নিজেই স্বীকার করেছেন। ভাবছেন তারপরেও এমন সুন্দর ফিগার কীভাবে মেইনটেইন করছেন নায়িকা?
তাহলে বলি শ্রদ্ধার সিক্রেট হচ্ছে রান্নার পদ্ধতি। নায়িকা সব ধরণের খাবার খান ঠিকই তবে সেটা অবশ্যই হতে হবে বাড়ির খাবার। এবং যতটা সম্ভব তেল মশলা ছাড়াই খেতে পছন্দ করেন তিনি। অভিনেত্রী তো প্রায়শই নিজের খাওয়াদাওয়ার ছবি পোস্টও করেন ইনস্টাগ্রামে। এই যেমন দিনকয়েক আগেই তো গোয়া থেকে ঘুরে এলেন। সেখানে গিয়ে কচমচ করে চিবোলেন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। তাও আবার সসে চুবিয়ে। তারও কয়েকদিন আগেই নিজের লাঞ্চের থালির পোস্ট করেছিলেন নায়িকা। একেবারে পঞ্চব্যাঞ্জন যাকে বলে।
অভিনেত্রীর পাতে সাতখানা বাটিতে সাজানো হয়েছে সাত রকমের খাবার। শুরুতেই ছিল নারকেলের চাটনি আর সম্বর। এরপরেই দেখা গেল ভাত, বিভিন্ন তরকারি আর অবশ্যই বাঙালির প্রিয় পদ চাটনি। যদিও শ্রদ্ধা পার্টিকুলার বাঙালি খাবার পছন্দ করেন কি না তা জানা যায়না। তবে তার পাতে কিন্তু প্রায়শই থাকে বাঙালি পদ।
এসব ছাড়াও মিষ্টি খেতে ভীষণ পছন্দ করেন নায়িকা। বিশেষ করে মিষ্টি ফল তো তার অলটাইম ফেভারিট। গ্রীষ্মভর তার আম চাই-ই চাই। এছাড়াও, আতা, লিচু আর জামও একেবারে চেটেপুটে খান নায়িকা। তবে ব্রেকফাস্টের ক্ষেত্রে তার পছন্দ হল দক্ষিণ ভারতীয় খাবার। তার মধ্যে ইডলি, ধোসা বা উপমা হলে তো কোনও কথাই নেই। কোনও কোনও দিন হয়ত চিড়ের পোলাও বা ওটস। আচ্ছা আপনার দক্ষিণ ভারতীয় খাবার কেমন লাগে? বা দক্ষিণ ভারতীয় খাবারকে দশের মধ্যে রেটিং দিতে বললে আপনি ঠিক কত দেবেন? কমেন্ট করে জানাবেন আমাদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম