।। প্রথম কলকাতা ।।
Bollywood: এবার ড্রীমগার্ল শ্রীদেবীর বাড়িতে রাত কাটাতে পারবেন আপনিও। পকেটে টাকা থাকলেই ঘুরে আসতে পারবেন ড্রীমগার্ল শ্রীদেবীর বাড়ি থেকে। হ্যাঁ, যে বাড়িতে খুশি-জাহ্নবী বড় হয়েছেন, সেই বাড়িতেই থাকার সুযোগ রয়েছে সাধারণ মানুষের জন্য। ভেবে অবাক হচ্ছেন কীভাবে! হ্যাঁ, এবার এটাও সম্ভব। আর তাও আবার নামমাত্র খরচে। জানেন কত টাকা খসাতে হবে এর জন্য?
আজ থেকে বছর কয়েক আগেই একটি হোম ট্যুর করেছিলেন জাহ্নবী। অভিনেত্রীর বাড়ির ঝলক দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেছিল অনুরাগীরা। হয়ত আপনিও দেখেছিলেন জাহ্নবীর অন্দরমহলের সাজসজ্জা। মনে মনে হয়ত ভেবেছিলেন, এমন বাড়িতে যদি থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো! তবে এবার সেই ইচ্ছা পূরণ হতে পারবে।
প্রথমেই বলি, এই চোখ ধাঁধানো প্রাসাদটি রয়েছে চেন্নাইতে। দাক্ষিণাত্যের এই শহরে জাহ্নবীর জন্য একটি বাড়ি কিনেছিলেন শ্রীদেবী। যে বাড়ির আনাচে কানাচে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্রীদেবীর স্মৃতি। আর এবার এই বাড়িতেই থাকতে পারবেন যে কেউ। চাইলে ভাড়াও নিতে পারেন এই প্রাসাদ। খাওয়ার মেনুতে থাকবে শ্রীদেবীর প্রিয় নানা দক্ষিণী খাবার। চাইলে আপনিও নিতে পারেন ভাড়া। এবং অবাক করা বিষয় হল, এর জন্য খুব একটা বেশি টাকা খরচ করতে হবেনা আপনাকে। এককথায় জলের দরেই থেকে আসতে পারেন খোদ শ্রীদেবীর বাড়িতে।
শুধু তাই নয়, কপাল ভালো থাকলে দেখা মিলতে পারে জাহ্নবীরও। মনের সুখে আড্ডা মারার সুযোগও পেয়ে যাবেন শ্রীদেবীকন্যার সঙ্গে। তাও আবার নামমাত্র খরচে। শুনে অবাক হচ্ছেন? ভাবছেন এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, এই অসম্ভবকেই সম্ভব করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। জানেন কী করেছেন তিনি?
সম্প্রতি পিউপিলসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীদেবীর কেনা এই বাড়িটিতে একটি গেস্ট হাউস তৈরি করছেন জাহ্নবী। শৈশবের স্মৃতিমেদুর দিনগুলিকে নিয়েই তৈরি হচ্ছে জাহ্নবীর এই গেস্ট হাউস। যে বাড়ির সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্রীদেবীর স্মৃতি। তাই চেন্নাই গেলেই ঘুরে আসতে পারেন প্রয়াত বলি ডিভার এই প্রাসাদ থেকে।
তবে এবার প্রশ্ন উঠবে, ঘুরতে তো যাবেন। তবে তার জন্য কতটাকা খরচ করতে হবে আপনাকে। হ্যাঁ, নিম্নমধ্যবিত্ত বা মধ্যবিত্তের কাছে টাকার অঙ্কটা একটু বেশি মনে হলেও উচ্চবিত্তদের কাছে এই টাকা খুব একটা বেশি নয়। সূত্রের খবর, মাত্র ২৫ হাজার টাকা খরচ করলেই আপনি থাকতে পারবেন শ্রীদেবীর এই বাড়িতে। সেই সাথে কপাল ভালো থাকলে জাহ্নবীর সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। কী ভাবছেন? হাতে সময় আর টাকা থাকলে ঘুরে আসবেন নাকি চেন্নাইয়ের এই প্রাসাদ থেকে?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম