।। প্রথম কলকাতা ।।
DP Enlarge on Insta: সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ নিজের প্রতিবেশীরও খোঁজ খবর রাখে ফোনের মাধ্যমেই। বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ফেসবুক, Instagram, Twitter, স্ন্যাপচ্যাট এর মাধ্যমে একে অন্যের জীবনে উঁকিঝুঁকি প্রায় সকলেই দিয়ে থাকেন। সাজেশনে নতুন কোন প্রোফাইল এলে একবার ঢুঁ মেরে আসা হয় সেই প্রোফাইলে। কিন্তু ইনস্টাগ্রাম এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে অন্যের কিংবা নিজের ডিপি বড় করে দেখা যায় না। যেটা Instagram ব্যবহারকারীদের জন্য অত্যন্ত অসন্তোষের বিষয় ছিল। তবে এবার সেই অভিযোগ চিরতরে ঘুচিয়ে দিতে চলেছে ইনস্টাগ্রাম।
আগে যদিও থার্ড পার্টি (Third Party App) কোন অ্যাপের সাহায্যে Instagram এ নিজের কিংবা অন্যের ডিপি বড় করে দেখা যেত । তবে তার জন্য আলাদা করে অ্যাপ ইন্সটল করতে হতো। যা অনেকের ক্ষেত্রেই বিরক্তিকর বলে মনে হতো। তবে এবার নিজের কিংবা অন্যের প্রোফাইল পিকচার ফুল সাইজে দেখার সুযোগ করে দিচ্ছে Instagram একেবারে নিজের সিস্টেমের সাহায্যে । এবার থেকে যে কোন ব্যক্তির প্রোফাইল পিকচারে ট্যাপ করলেই দেখতে পাওয়া যাবে ডিপি। Instagram এ আবার ফলো করার ব্যাপার থাকে। এক্ষেত্রে ইনস্টাগ্রামের নতুন ফিচারের মাধ্যমে আপনি যাকে ফলো করছেন এবং করছেন না উভয় পক্ষের প্রোফাইল পিকচারই ভালোভাবে দেখতে পাবেন।
Instagram নতুন করে বেশ কয়েকটি ফিচারের সঙ্গে ব্যবহারকারীদের পরিচয় ঘটিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে Instagram এ নট ইন্টারেস্টেড মোড (Not Interested Mode) এবং কোয়াইট মোড (Quite Mode) ফিচার যোগ করা হয়। যা ব্যবহারকারীদের ফলোয়ার্স নিয়ে একটি সীমারেখা তৈরি করতে সাহায্য করেছে । আবার ইনস্টাগ্রামে রিপ্লাই এবং কমেন্টের ক্ষেত্রেও এখন অবাধে GIF পাঠানো যায় , যা আগে ছিল না। হালে একাধিক নতুন ফিচার পেয়ে স্বাভাবিকভাবে খুশি ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম