।। প্রথম কলকাতা ।।
Hair Care Tips: চুলে পাক ধরা যেন কোনো বয়স মানে না। কুড়ি বছর পেরোলেই এখন অনেকের মাথার চুল পেকে যাচ্ছে। বন্ধুবান্ধব, অফিস কিংবা পার্টিতে পাকা চুল নিয়ে বেজায় নাজেহাল হতে হয়। বাজারে এখন নামিদামি ব্র্যান্ডের হেয়ার কালার (Hair colour) পাওয়া যায়। যা মুহূর্তে পাকা চুল কালো করতে পারে। কিন্তু সমস্যা হল অন্য জায়গায়। অনেকের ক্ষেত্রে এই ধরনের হেয়ার কালার চুল বা ত্বকের সঙ্গে শুড করে না। পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়ার (Side Effects) ভয় থাকে। এমত অবস্থায় পাকা চুল নিয়ে ঘরে বসেও থাকা যায় না। কারণ পাকা চুল মানে যেন একটু বুড়োটে ভাব। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেমিক্যাল ডাই কিংবা কালারিংয়ের উপর ভরসা না করে ঘরোয়া উপায়ে চুল রং করতে পারেন। এর ফলে খরচ বাঁচবে আবার চুলও ভালো থাকবে।
(১) পিয়াঁজ (Onion) চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। পাশাপাশি চুল পাকা কমায়। পিয়াঁজ ভালোভাবে বেটে ঘন পেস্ট তৈরি করে স্ক্যাল্পে ব্যবহার করুন। আধঘন্টা পরে তা শুকিয়ে গেলে ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলবেন। কয়েক সপ্তাহ টানা করার পর ধীরে ধীরে ফল পাবেন।
(২) যদি অল্প বয়সেই চুলে পাক ধরে তাহলে আরেকটি ভালো উপায় কারিপাতা। প্রথমে কিছুটা নারকেল তেলের সঙ্গে কারিপাতা ভালোভাবে ফুটিয়ে নেবেন। তারপর সেই তেল ছেঁকে প্রতিদিন চুলে মাসাজ করবেন। এটি চুল পাকা রোধ করতে সাহায্য করে।
(৩) পাকা চুল কালো করার জনপ্রিয় একটি ঘরোয়া টোটকা কালো চা। প্রথমে অল্প জলে ২ টেবিল চামচ চা পাতা ভালোভাবে ফুটিয়ে নেবেন। তারপর সেই জল ঠান্ডা করে চুলে ব্যবহার করবেন। প্রায় ঘন্টা খানেক পর চুল ভালোভাবে ধুয়ে ফেলবেন। এক্ষেত্রে শ্যাম্পু করবেন না।
(৪) চুল পাকা আটকাতে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন আমলা, হেনা আর কফির প্যাক। একটি পাত্রে ৩ টেবিল চামচ আমলা পাউডার, ৩ টেবিল চামচ হেনা পাউডার, আর এক চা চামচ কফি পাউডার মিশিয়ে ব্যবহার করতে পারেন। মিশ্রণটি ব্যবহারের এক ঘন্টা পরে চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন।
(৫) মেথি আর নারকেল তেল ব্যবহার করেও উপকার পাবেন। কারণ এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা চুল পাকা আটকায়। প্রথমে নারকেল তেল গরম করে তাতে মেথি দানা দিয়ে প্রায় দশ মিনিট ফুটিয়ে নেবেন। তেল হালকা গরম অবস্থায় ভালোভাবে মেথি ছেঁকে নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে মালিশ করবেন। রাতে ঘুমানোর আগে মালিশ করে পরের দিন সকালে উঠে শ্যাম্পু করে চুল ভালোভাবে ধুয়ে ফেলবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম