।। প্রথম কলকাতা ।।
Lionel Messi: পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্নের পর মেসির নতুন ক্লাবের ঠিকানা নিয়ে বেশ জল্পনা চলছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মেসি সৌদি আরবে যাচ্ছেন, নাকি বার্সেলোনাতে ফিরতে চলেছেন? নাকি অন্য কোথাও? এই প্রশ্নই আসছিল ঘুরেফিরে। মেসিকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছিল বার্সেলোনা। রেকর্ড অঙ্কের প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। তবে সেই জল্পনার অবশেষে অবসান হল। মেসি সকলকে ডজ দিয়ে যাচ্ছেন ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে। আর আমেরিকার ক্লাবে যাওয়ার কথা মেসি নিজেই জানিয়েছেন। বিশ্বকাপজয়ী মেসি এই প্রথমবারের মতো ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন। নিউজ এইটিন বাংলার প্রতিবেদন অনুযায়ী ইতিমদ্ধেও মেসি নিজে এই ক্লাবে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি বার্সেলোনায় ফিরছি না, ইন্টার মিয়ামিতে যাচ্ছি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম