।। প্রথম কলকাতা ।।
Shah Rukh Khan: ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে কত টাকা আয় করেছিলেন শাহরুখ খান? বাজেটে ১০ ভাগের এক ভাগ টাকা নিয়েছিলেন কিং খান একাই। জানেন ছবিতে পুঁচকে অঞ্জলি ওরফে সানার পারিশ্রমিক কত ছিল? একবার শুনেই দেখুন না, টাকার অঙ্কটা কিন্তু সত্যিই চমকে দেবে। অঞ্জলি-রাহুল-টিনার গল্প মোট কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছিল জানেন? ২৬ বছর আগের নস্টালজিয়া কুছ কুছ হোতা হ্যায়। আজকের প্রতিবেদনে সেই ছবি নিয়েই কিছু কথা জানাবো, যা বেশিরভাগ মানুষেরই অজানা।
বলিউডের কালজয়ী ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। বন্ধুত্ব, প্রেম আর রোমান্সে টইটুম্বুর একটা ছবি। রাহুল, অঞ্জলি আর টিনার গল্প যেন প্রেমের এক নতুন সংজ্ঞা তৈরি করেছিল। মানুষ চিনেছিল এক অন্য শাহরুখকে। মাত্র ১০ কোটি বাজেটে তৈরি ছবির আয় ছিল প্রায় ১০৭ কোটি। তাহলেই ভাবুন, দর্শক কতটা পছন্দ করেছিল করণ জোহরের এই ছবিকে। অবশ্য ভালো লাগার মত রসদও ছিল। তা এই ছবির জন্য শাহরুখ কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জানেন? টাকার অঙ্কটা সত্যিই চমকে দেবে।
দেখুন এটা তো কিং খানের কঠোর সমালোচকরাও মানেন যে, ভারতের নম্বর ওয়ান হিরো তিনি। আজকের দিনে ছবি পিছু তার পারিশ্রমিক প্রায় ১৫০ থেকে ২৫০ কোটি। যদিও এই ক্রেজ কিন্তু তার আজকের নয়। কুছ কুছ হোতা হ্যায়’র সময়ও একইরকম ক্রেজ ছিল তার। এই ছবির জন্যই পুরো ১ কোটি টাকা নিয়েছিলেন তিনি। তাহলেই ভাবুন, গোটা ছবির বাজেট যেখানে ১০ কোটি, সেখানে শাহরুখের একার পারিশ্রমিকই ১ কোটি টাকা। কিং খান তাকে এমনি এমনি বলা হয়? আজ থেকে ২৬ বছর আগেও তিনি ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। পুঁচকে সানাও কিছু কম যান না। শোনা যায় এই ছবির জন্য ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।
অবশ্য প্রযোজকদের সেই টাকা জলে যায়নি। দমদার গল্প আর দূর্দান্ত অভিনয়ের জোরেই ১০৭ কোটি টাকা তুলে আনে ছবিটি। ভক্তরা তো আজও এই ছবির ফ্যান। আজ ২০২৪ এ এসেও বিন্দুমাত্র বোর না হয়েই দেখা যায় ‘কুছ কুছ হোতা হ্যায়’। আর সেই কারণেই বোধহয় কাল্ট, ক্লাসিক হয়ে রয়ে গিয়েছে ছবিটি। জেনে অবাক হবেন যে, ৮টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’৷
আচ্ছা আপনি কয়বার দেখছেন? টিনা-রাহুল নাকি অঞ্জলি-রাহুল? কোন জুটির ফ্যান আপনি? আপনার কেমন লাগে ‘কুছ কুছ হোতা হ্যায়’র গল্প? আপনিও কি চান যে, এই ছবির সিক্যুয়েল তৈরি হোক? সেক্ষেত্রে রাহুল, টিনা আর অঞ্জলির ভূমিকায় কাকে কাকে দেখতে চাইবেন আপনি? এটা অবশ্যই জানাবেন কমেন্ট করে।
তবে ছবিতে রাহুল খান্নার ভূমিকায় শাহরুখও ছুঁয়েছিলেন নয়া মাইলস্টোন। অঞ্জলি শর্মার ভূমিকায় মন জিতেছিলেন কাজল। অন্যদিকে রানি মুখার্জি তো ছিলেনচারটি ছবির মূল চালিকাশক্তি। অতিথি শিল্পী হিসেবে নজর কেড়েছিলেন ভাইজান সলমন খান। সেই সাথে করণ জোহর দেখিয়েছিলেন তার দক্ষতা। প্রথম ছবিতেই এমন নজিরবিহীন সাফল্য কয়জন পায় বলুন তো? ভক্তরা তো বলে এই ছবি বারবার দেখা যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম