।। প্রথম কলকাতা।।
Nora Fatehi: ফিফা বিশ্বকাপ ২০২২-এর ‘ফ্যান ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করেছিলেন বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহি (Nora Fatehi)। এবার ১৮ ডিসেম্বর, রবিবার কাতারে ‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এর (FIFA World Cup 2022) সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রস্তুত তিনি। ফাইনালে খেলবেন লিওনেল মেসির আর্জেন্টিনা এবং কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। শনিবার এই খবর ফিফার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে।
ট্যুইটারে লেখা হয়, ‘রবিবারের রাত সকলের কাছে মনে রাখার মত হবে। হ্যাশট্যাগ কাতার ২০২২ ফাইনালের আগে সাউন্ডট্র্যাক তারকা ডেভিডো এবং আইশা (Davido and Aisha), ওজুনা এবং গিমস (Ozuna and Gims) ও নোরা ফাতেহি, বলকীস, রহমা রিয়াদ এবং মানালের লাইভ পারফরম্যান্স থাকছে’। এরপর স্টাইলিশ পোশাকের সঙ্গে মুম্বই বিমানবন্দরে কাতারের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গিয়েছে নোরাকে।
এর আগে বিশ্বকাপে পারফর্ম করে বিতর্কের অংশ হয়ে উঠেছিলেন বলিউডের এই জনপ্রিয় ব্যক্তিত্ব। দোহার (Doha) আল বিদ্দা পার্কে আয়োজিত ফিফা বিশ্বকাপের ‘ফ্যান ফেস্টিভাল’-এ পারফর্ম করার পর, তাঁর বিরুদ্ধে ভারতীয় পতাকার অপমান করার অভিযোগ ওঠে। যদিও ইভেন্টে ‘ও সাকি সাকি’ (O Saki Saki) সহ একাধিক হিট গানে তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছিল সকলকে। তিনি ফিফার অফিসিয়াল গানেও (Light The Sky) নাচ করেছিলেন।
অন্যদিকে চলতি বছর বিশ্বকাপে বলিউড সেলেবদের আগ্রহ সামনে এসেছে। ইতিমধ্যেই কাতারে চলে গিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ফাইনালে ট্রফি উন্মোচন করবেন তিনিই। সেইসঙ্গে আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapur), অনন্যা পান্ডে (Ananya Panday), আদিত্য সিল (Aditya Seal), মৌনি রায়ের (Mouni Roy) মতো সেলিব্রিটিদের স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে। আজ, রবিবার ফ্রান্সের (France) মুখোমুখি হবে আর্জেন্টিনা (Argentina)। সকল ফুটবলপ্রেমীরা চায় এবারে ট্রফি উঠুক মেসির হাতে। ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। আর তার আগে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন ম্যাচের পাশাপাশি নোরার পারফরম্যান্স দেখতেও আগ্রহী দর্শকরা।
🤩 Sunday will be A Night to Remember!
Before the #Qatar2022 Final, we'll have live performances from #FIFAWorldCup Soundtrack stars Davido and Aisha, Ozuna and Gims, and Nora Fatehi, Balqees, Rahma Riad and Manal 🙌 pic.twitter.com/DUQSkNqtYj
— FIFA World Cup (@FIFAWorldCup) December 17, 2022
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম