।। প্রথম কলকাতা ।।
DA Case in Highcourt: বেশ কয়েক মাস ধরে সরকারি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে আইনের লড়াই চালিয়ে যাচ্ছেন বকেয়া ডিএ (DA) নিয়ে। এই মামলা বর্তমানে হাইকোর্টের গণ্ডি ছাড়িয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েও পৌঁছেছে। কিন্তু সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। আর এরপর সোমবার ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলাও হাইকোর্টে পিছিয়ে গেল। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্ট । আজকের শুনানি ছিল হাইকোর্টের (High court) বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে।
২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ডিএ মেটায়নি রাজ্য সরকার। যার কারণে হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারী সংগঠনগুলি। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্টে আদালত অবমাননা মামলায় হলফনামা দেওয়া হয়।
অন্যদিকে সুপ্রিম কোর্টে রাজ্যের দায়ের করা ডিএ মামলার শুনানিও পিছিয়ে গিয়েছে।। সুপ্রিম কোর্টে এই মামলা বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মামলা পিছিয়ে দেওয়া হয়। এই মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করা হবে বলে জানানো হয় । যে বেঞ্চে থাকবেন না দীপঙ্কর দত্ত। আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ২০২৩ সালে জানুয়ারির তৃতীয় সপ্তাহে দিয়ে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আর এবার সোমবার হাইকোর্টের তরফ থেকেও জানিয়ে দেওয়া হল আদালত অবমাননা মামলার পরবর্তী শুনানি হতে চলেছে নতুন বছরের ফেব্রুয়ারি মাসে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম