।। প্রথম কলকাতা।।
Hydroculture : ঘরের মধ্যে গাছ রাখতে অনেকেই পছন্দ করেন। বর্তমানে বাড়িঘর সাজিয়ে তোলার অন্যতম একটি উপকরণে পরিণত হয়েছে ইনডোর প্ল্যান্ট। আর সেই সব ইনডোর প্ল্যান্টের ( Indoor Plants) জন্য নতুন নতুন ধরনের টব বা পাত্র দেখতে পাওয়া যায় বাজার দোকানে । ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে ডাইনিং রুম থেকে শুরু করে লিভিং রুম এমনকি বেডরুমে পর্যন্ত এখন সুন্দর করে গাছ সাজিয়ে রাখা হয়। তবে ঘরের ভেতরে গাছ লাগাতে গেলে মাটি, সার এইসবের ঝঞ্ঝাট বড় বিরক্তিকর। এমনটা যারা মনে করেন তাদের জন্য আরও এক চমৎকার প্রক্রিয়া রয়েছে গাছ লাগানোর।
এই প্রক্রিয়া হল হাইড্রোকালচার ( Hydroculture) । চারা গাছ কিংবা যেকোনো ধরনের ইনডোর প্ল্যান্ট রোপণ করার জন্য আপনাকে মাটির উপর ভরসা করতে হবে না । শুধুমাত্র জল হলেই গাছ লাগানো সম্ভব। হাইড্রোকালচার সর্বপ্রথম শুরু হয়েছিল ইউরোপ আমেরিকাতে । সত্তরের দশকে বিভিন্ন জলভরা পাত্রে গাছ লাগানোর প্রচলন ছিল । সেই গাছগুলি বেশ তরতাজাও থাকতো। ধীরে ধীরে এই পদ্ধতিটির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে । আর তা আজ আমাদের দেশের বিভিন্ন ঘরে ঘরে পৌঁছে গিয়েছে।।
* কীভাবে গাছ লাগাবেন ?
কাঁচ কিংবা চিনা মাটির পাত্রে জল ( Water) সংগ্রহ করুন । আর তারপর সেই পাত্রের মধ্যে লাগিয়ে দিন মানিপ্ল্যান্ট, কচুরিপানা, শ্যাওলা এবং জলজ অন্যান্য ইনডোর প্ল্যান্ট গুলি । মনে রাখবেন হাইড্রোকালচার পদ্ধতিতে জলজ গাছ লাগানোই উচিত । অন্যান্য কাজ লাগালে তেমন ফল পাওয়া যায় না।
* এই পদ্ধতিতে যদি গাছ লাগানো হয় তাহলে বাড়িঘর নোংরা হওয়ার কোন সুযোগ নেই । কারণ মাটির ব্যবহার করা হচ্ছে না । গাছকে সতেজ রাখার জন্য শুধুমাত্র জল পরিবর্তন করতে হবে সপ্তাহ দুই অন্তর অন্তর। আর যখন জল পরিবর্তন করা হবে তখন গাছ গুলিকেও একবার ধুয়ে নেওয়া যেতেই পারে । জলের সঙ্গে অল্প পরিমাণে ইউরিয়া সার মিশিয়ে দিলেই সারের চাহিদা মিটে যায়। এই পদ্ধতিতে গাছ লাগালে সেগুলি সতেজ থাকে।
* এই হাইড্রোকালচার পদ্ধতিতে আপনি গাছ লাগিয়ে সেটি বাড়ির বিভিন্ন জায়গায় শোভা বাড়ানোর জন্য সাজিয়ে রাখতে পারেন । এছাড়াও ঘরের দেওয়ালে ছোট ছোট সেলফ তৈরি করে তার উপরে রাখা যেতে পারে গাছগুলি কাঁচের পাত্রকে। আরও সুন্দর করে তোলার জন্য আপনি তার মধ্যে কিছু রঙিন পাথর দিয়ে দিতে পারেন। জল ,পাথর এবং সবুজ ইনডোর প্ল্যান্টের মেলবন্ধন আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে বাধ্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম