।। প্রথম কলকাতা ।।
Weather update: নতুন বছরেও জাকিয়ে শীতের জন্য হাপিত্যেশ করে বসে আছে ঠান্ডা প্রিয় বঙ্গবাসী। কিন্তু তাপমাত্রার সামান্য হেরফের হলেও কনকনে শীত (Winter) উধাও। বছরের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে পারদ সামান্য কমলেও শীত অনুভবের ক্ষেত্রে তেমন ফারাক পরবে না শহরে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৬৫ থেকে ৯০ শতাংশ। রবিবার দিনের শুরুটা কুয়াশা (Fog) চাদরে ঢাকা ছিল শহরে। সোমবার তার ব্যতিক্রম হল না।
দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় তাপমাত্রা ২থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। রাজ্য জুড়ে কুয়াশার সম্ভাবনা। বেশিরভাগ জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিনদিন শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে শীতের আমেজ থাকলেও জাকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই।
আবার অন্যদিকে মৌসম ভবন জানাচ্ছে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে।ফলে আগামী দু-তিন দিনে অন্তত ২থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। সমতলে তাপমাত্রা নামার ইঙ্গিত আবহাওয়াবিদদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম