।। প্রথম কলকাতা ।।
Special Train: রাজ্যজুড়ে শীতের আমেজ দেখা দিতেই ভ্রমণপ্রেমী মানুষরা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। বর্তমানে রাজ্যে ঠান্ডা তুলনামূলকভাবে কিছুটা কম থাকলেও পর্যটকদের ভিড় উত্তরবঙ্গে (North Bengal) কোন অংশে কমেনি। আগামীকাল সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবসের ছুটি উপলক্ষে অনেকেই উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান করে রেখেছেন কিন্তু সমস্যাটা হল ট্রেন বাসে জায়গা নেই তাই পাহাড় তরাই ডুয়ার্সে ঘুরতে যেতেও যতটা সমস্যা হচ্ছে, সেখান থেকে ফিরে আসতেও ঠিক ততটাই সমস্যা হচ্ছে। এরকম পরিস্থিতিতে দারুন সুখবর শোনালো উত্তর-পূর্ব সীমান্ত রেল (North East Frontier Railway)।
আজ থেকে কলকাতা-শিলিগুড়ি (Kolkata – Siliguri) রুটে চালু হচ্ছে একটি নতুন ট্রেন। শীতের মরশুমে শুধুমাত্র পর্যটকদের চাপ সামাল দিতে এই ট্রেনটি চালু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এটি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে এমনটাই জানানো হয়েছে। ফলে পর্যটকদের সেখানে যেতে এবং ফিরে আসতে কোনরকম সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে।
* নতুন ট্রেনের টাইম টেবিল
কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে যে ট্রেনটি যাতায়াত করবে সেটি আজ অর্থাৎ ২৫ জানুয়ারি রাত ১১ঃ৩০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছাবে ২৬ তারিখ সকাল ১০:১০ মিনিটে। সেদিনই জলপাইগুড়ি থেকে বেলা বারোটা নাগাদ কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ট্রেনটি। ওই দিনই রাত ১২:৫০ মিনিটে কলকাতায় এসে পৌঁছাবে। শীতকালীন স্পেশাল কলকাতা নিউ জলপাইগুড়ি রুটের এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল ২২ জানুয়ারি থেকেই। যাত্রীরা পিআরএস কাউন্টার অথবা ইন্টারনেটের মাধ্যমে বুকিং করতে পারেন।
* নতুন ট্রেনের যাত্রা পথ
কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাবে যে ট্রেনটি সেটি বেশ কয়েকটি স্টেশনে দাঁড়াবে। আপ এবং ডাউন লাইনে চলাচল করার সময় ওই ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসই, কিষাণগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে দাঁড়াবে। তবে এই ট্রেনটির জন্য যাত্রীদের কিছুটা স্পেশাল চার্জ দিতে হবে। ট্রেনটিতে থাকছে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এসি কোচের সুবিধা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম