।। প্রথম কলকাতা ।।
Aindrila Sharma: তাঁর ঠিক হওয়ার আশায় বসে রয়েছেন সবাই। সকলেই এই ভেবে রয়েছেন যে, যেভাবে দু’বার ক্যান্সারকে হারিয়ে ফিরে এসেছেন অভিনেত্রী, সেভাবে এবারও লড়াই জিতবেন তিনি। বুধবার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। ভেন্টিলেশনেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, সিপিআরে সাড়া দিয়েছেন ঐন্দ্রিলা। আপাতত রিভাইভ করা গিয়েছে, ভেন্টিলেশনের প্রেশার বাড়ানো হয়েছে অনেকটা।
অন্যদিকে ‘টলি টাইম’-এ প্রকাশিত খবর অনুযায়ী, অভিনেত্রীর শরীরে নতুন উপসর্গ ‘ইডিমা’। যদিও এর সত্যতা যাচাই করে নি ‘প্রথম কলকাতা’। তবে শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল। কিন্তু কী এই ‘ইডিমা’? কেন হয় এই রোগ? কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়?
ইডিমা কী?
হাত বা পায়ের কোষে যখন ফ্লুইড জমা হয়, তখন সেই অবস্থাকে ‘ইডিমা’ বলা হয়। এর একাধিক কারণ থাকতে পারে। দীর্ঘদিন ধরে কোনও রোগ-ভোগে ভুগলে বা একটানা কোথাও বসে কাজ করলে সেখান থেকে এমন সমস্যা হতে পারে। পাশাপাশি অতিরিক্ত ওজন বাড়লেও এই সমস্যা দেখা যায়। আর শরীরে ফ্লুইড জমা হওয়া মোটেই ভালো লক্ষণ নয় ডাক্তারি ভাষায়।
‘ইডিমা’র জন্য কী করণীয়?
সাধারণত পরীক্ষা-নিরীক্ষা করার পর নিয়মিত ওষুধ খেলে এবং খাবারে লবণের মাত্রা কম রাখলে ‘ইডিমা’ থেকে সেরে ওঠা যায়। তবে কোনও রোগের কারণে এটি হলে, আগে সেই রোগের চিকিৎসা করা প্রয়োজন। এমনিতে খাবারে লবণ ও চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রেখে নিয়মিত শরীর চর্চা করলেই ‘ইডিমা’ থেকে মুক্তি পাওয়া যাবে।
কিন্তু ঐন্দ্রিলার শরীরে যদি ‘ইডিমা’ দেখা গিয়ে থাকে, তাহলে তাঁর চিকিৎসা আলাদাই হবে বলে ধারণা করা যায়। এখন অভিনেত্রীর সুস্থতা কামনায় প্রার্থনা করছেন টলিপাড়ার বহু অভিনেতা-অভিনেত্রীরা। অনেকেই ঐন্দ্রিলার জন্য লম্বা পোস্ট লিখেছেন। হাসপাতালের বেডে শুয়ে নিজের লড়াই জারি রেখেছেন অভিনেত্রী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম