।। প্রথম কলকাতা।।
বড়সড় পরিবর্তন একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে। এবার থেকে সমস্ত বিদ্যালয়কে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর আপলোড করতে হবে অনলাইনে। অনেকেই বলছেন, অনলাইন পোর্টালের মাধ্যমে নম্বর আপলোডের প্রক্রিয়া শুরু হওয়ার ফলে অনেক ঝঞ্জাট কমবে। পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। এত দিন বিদ্দালয়গুলিকে বার্ষিক পরীক্ষার নম্বর সংসদে দিয়ে আসতে হত ফর্মে ভরে। তার পরে সংসদকে আবার সেই নম্বর আপলোড করতে হত অনলাইনে। যার ফলে অনেকটা বেশি সময় লেগে যেত।
পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা শিক্ষা পোর্টালে নম্বর আপলোড করে সেখান থেকে সরাসরি মার্কশিট তৈরি করে পড়ুয়াদের দিয়ে দেওয়া যায়। সেই ভাবেই ২০২২ শিক্ষাবর্ষে কম্পিউটারে মার্কশিট তৈরি করে দেওয়া হয়েছে পড়ুয়াদের। উল্লেখ্য, চলতি বছরে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ এবং শেষ হয় ২৭ মার্চ। প্রতিদিন দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হয়েছিল ।
অন্যদিকে শিক্ষা সংসদ জানিয়েছে , আগামী ১০ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী , নির্ধারিত সময়ের অনেক আগেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা যেতে পারে বলে মনে করছে সংসদ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম