।। প্রথম কলকাতা ।।
Shakib Al Hasan: বর্তমান যুগের অলরাউন্ডারদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের সাকিব আল হাসান। কেরিয়ারের অন্তিম লগ্নে এসে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে শাসকদল আওয়ামি লিগের প্রার্থী হয়েছেন তিনি। রাজনীতিতে পা রাখতেই তাঁর সম্পত্তি নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। যদিও অসাধারণ পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিপন্ন করেছেন তিনি।
সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ দেশের অন্যান্য ক্রিকেটারদের থেকে বেশি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৩৭৫ কোটি টাকা। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তির ভিত্তিতে এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার। যার কারণে তিনি বাংলাদেশ বোর্ডের থেকে ৪৮ লক্ষ টাকা বেতন পান। এছাড়াও সাকিব আল হাসান একটি টেস্ট ম্যাচ খেলার জন্য ৩ লক্ষ টাকা, ওয়ানডে ম্যাচের জন্য ২ লক্ষ টাকা এবং টি-২০ ম্যাচের জন্য ১ লক্ষ টাকা গ্রহণ করে থাকেন। শুধু তাই নয় বাংলাদেশ ও ভারতে ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকেও যথেষ্ট ভালো ইনকাম করেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
সাকিব জানিয়েছেন, তাঁর বার্ষিক গড় আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৫৫ লক্ষ টাকা। ২২ লক্ষ ৯৬ হাজার টাকা আয় করেন ব্যাঙ্কে থাকা স্থায়ী আমানতের সুদ হিসেবে। শেয়ার বাজারে সাকিবের বিনিয়োগ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি ৬৩ লক্ষ টাকা। এর বিপরীতে সাকিবের ব্যাঙ্ক ঋণ ৩১ কোটি ৯৮ লক্ষ টাকা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকা। ইস্টার্ন ব্যাঙ্কে তাঁর ঋণ ১ কোটি ৫০ লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তি হিসেবে ১১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যাঙ্কে রয়েছে সাকিবের। রয়েছে ২৫ ভরি সোনা।
সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করার পাশাপাশি ৬৫০-র বেশি উইকেটও শিকার করেছেন। যদিও সদ্য সমাপ্ত বিশ্বকাপের মঞ্চে একেবারেই ছন্দে ছিলেন না বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। তাঁর নেতৃত্বেই বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করে বিতর্কে জড়িয়েছিলেন সাকিব আল হাসান। বর্তমানে আঙুলের চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও খেলতে পারছেন না সাকিব আল হাসান। ২২ গজে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিস্থাপন করেছেন। এবার রাজনীতির ময়দানে নিজেকে কতটা প্রতিস্থাপন করতে পারেন সেটাই এখন দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম