।। প্রথম কলকাতা।।
WhatsApp: ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে প্রতিনিয়তই কাজ করছে অনলাইন বার্তা আদান-প্রদানের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এককথায় আরও উন্নত হতে চলেছে হোয়াটস্যাপ। গত এক বছরে অনেকখানি বদলে গিয়েছে হোয়াটসঅ্যাপ। একের পর এক ফিচার এসেছে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, এই সব পরিবর্তন আসলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য। বেশ কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে চ্যানেল। অর্থাত্ ইউটিউবের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন চ্যানেল খুলতে পারবেন এই প্ল্যাটফর্মেই। এমনকি আয়ও করা যাবে এখান থেকে।
এর আগে হোয়াটসঅ্যাপে ই-মেল ঠিকানা শুধুমাত্র এসএমএসের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার তাঁদের ই-মেল ঠিকানাতেও যাচাইকরণটি সম্পন্ন করতে সক্ষম হবেন। ইতিপূর্বে হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে চ্যাট লক, অ্যাকাউন্ট সুরক্ষা এবং ডিভাইস যাচাইকরণের মতো নয়া ফিচারগুলি চালু করা হয়েছে। এবার দেখে নেওয়া যাক ই-মেল ঠিকানাতেও যাচাইকরণ কি ভাবে কাজ করবে ?
ব্যবহারকারীরা যাতে সহজেই তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন সেই কারণেই নতুন যাচাইকরণ ফিচারটি চালু করা হবে। অনেক সময় দেখা যায় , কোনো এক সমস্যার কারণে এসএমএসের মাধ্যমে কোড গ্রহণ করতে পারেন না। ব্যবহাররকারীদের নিজেদের ই-মেল ঠিকানা যোগ করতে গেলে কি কি স্টেপ ব্যবহার করতে হবে জেনে নিন। প্রথমে নিজেদের ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে এবং নিজেদের প্রোফাইলে যেতে হবে। তারপর কেবল ই-মেলের ঠিকানা সিলেক্ট করতে হবে প্রমাণীকরণের জন্য ৷ তারপরেও যদি না দেখতে পান , তাহলে ব্যবহারকারীকে রোলআউটটি সবার জন্য সক্রিয় না হওয়া পর্যন্ত কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, ব্যবহারকারীদের যাতে ফোন নম্বর শেয়ার করতে না হয়, সেই কারনে হোয়াটসঅ্যাপ ইউজারনেম আনার জন্য কাজ করছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম