।। প্রথম কলকাতা ।।
আন্তর্জাতিক বাজারে এবার ডলারের সঙ্গে টেক্কা দেবে ভারতীয় রুপি। হুহু করে বাড়বে টাকার চাহিদা। আফ্রিকার সঙ্গে বাড়ছে ঘনিষ্ঠতা। কোন দেশের সঙ্গে হবে টাকায় লেনদেন? এক ঢিলে দুই পাখি মারার স্ট্র্যাটেজি নয়া দিল্লির। জানেন, কিভাবে হবে লেনদেন? পদ্ধতিটা কী? টাকার পতন ঠেকাতে দুর্দান্ত চাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আন্তর্জাতিক বাজারে লেনদেনের জন্য ডলারের পাশাপশি ব্যাবহার করা হবে ভারতীয় রুপিও। তবে তেমন দেশের সংখ্যা এখনও পর্যন্ত খুবই সীমিত রাখছে RBI! সরকারই ঠিক করছে কোন দেশের সাথে ভারতীয় রুপিতে বাণিজ্য হবে।
এক্ষেত্রে NOSTRO এবং VOSTRO অ্যাকাউন্টের মাধ্যমে হবে লেনদেন। যেখানে অন্য দেশের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে ভারত এবং সেই দেশও ভারতে নিজেদের একটা অ্যাকাউন্ট খুলবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় রুপির চাহিদা বাড়ানোর পাশাপাশি টাকার দাম যাতে আর না পড়ে সেক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। অলরেডি ভারত কিন্তু এই পথে হাঁটতে শুরু করেছে। ভারত এবং আফ্রিকার দেশ তানজানিয়া স্থানীয় মুদ্রায় ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয়েছে।
বাণিজ্য সম্প্রসারণে দুই দেশই সম্মত হয়েছে। রুপির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যকে আরও উৎসাহিত করার চেষ্টা করছে। ভারতীয় রুপি এবং তানজানিয়ান শিলিং-এ লেনদেন শুরুও হয়ে গেছে। পারস্পরিক বাণিজ্যে অনেক নতুন পণ্য যুক্ত হতে যাচ্ছে। তানজানিয়া থেকে রপ্তানির বৃহত্তম গন্তব্য হিসেবে ভারতের নাম উঠে আসছে। না শুধু তানজানিয়া নয়, দিনে দিনে ভারত এবং আফ্রিকার অন্যান্য দেশগুলোর মধ্যেও অর্থনৈতিক সম্পর্ক বেশ দৃঢ় এবং শক্তিশালী হয়ে উঠছে। নয়াদিল্লির আশা, আফ্রিকায় বিনিয়োগের পাশাপাশি ভারতের ব্যবসা বাড়বে দুরন্ত গতিতে। আফ্রিকা জুড়ে মুক্ত বাণিজ্য ব্যবস্থা চালু হলে ভারতের পক্ষে ওখানে বিনিয়োগ করা এবং ব্যবসা করা আরও সহজ হবে। সেক্ষেত্রে, মোদীর এই স্ট্র্যাটেজি পরবর্তী সময়ে ভারতকে যে লাভের মুখ দেখাবে সেটা বলার অপেক্ষা রাখে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম