।। প্রথম কলকাতা ।।
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া সন্দীপ লামিছানেকে জামিন দিল নেপালের একটি আদালত। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার প্রায় তিন মাস পর জামিন পেলেন নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। একটি সংবাদমাধ্যমের প্রতিবাদ পাটান হাইকোর্টের বিচারপতি ধ্রুবরাজ নন্দা এবং রমেশ ধাকালের একটি যৌথ বেঞ্চ কাঠমান্ডু জেলা আদালতের সিদ্ধান্তকে বাতিল করে লামিছনেকে ২ মিলিয়ন টাকায় জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে মামলায় আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সন্দীপ লামিছনেকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বছর ৮ সেপ্টেম্বর, নেপালের একটি আদালত কাঠমান্ডুর একটি হোটেল ১৭ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন লামিছনে।
যখন তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তখন তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছিলেন এবং নেপাল ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। ঘটনার পর লামিছনে ফেসবুকে লিখেছিলেন যে, “তিনি তদন্তের সমস্ত পর্যায়ে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আইনি লড়াই লড়বেন।”
৬ অক্টোবর, নেপালে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয় এবং বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়। লামিছানে হলেন নেপালের সবচেয়ে সুপরিচিত ক্রিকেটার। তিনি ছিলেন প্রথম নেপালি ক্রিকেটার যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন।