।। প্রথম কলকাতা ।।
Bengali serial: দীর্ঘদিন পর পর্দায় ফিরেছিলেন নেহা। কিন্তু কোনো লাভ হলো না। এখনও ১০০ পর্ব ছুঁতে পারেনি জি বাংলার এই মেগা। তার আগেই যোগমায়া সিরিয়াল বন্ধের বিপদ ঝুলছে শিওরে। দু-মাস যেতে না যেতেই স্লট হারা হতে হয়েছে। তবুও শেষরক্ষে নেই। যে কোনও মুহূর্তে বন্ধ হতে পারে জি বাংলার এই ধারাবাহিক। জগদ্ধাত্রী, সর্বজয়া, যমুনা ঢাকির মতো হিট সিরিয়ালের পর আরও যোগমায়া এসেছিল। কিন্তু যতটা আশা করা হয়েছিল ততটা জনপ্রিয়তা পেল কি!
চ্যানেল কর্তৃপক্ষ মোটেই খুশি নয় এই সিরিয়ালের রেটিং নিয়ে। কে প্রথম কাছে ডেকেছির আগমনে। স্লট হারা হতে হয়েছে যোগমায়াকে। এখন রাত ১০.৩০টার স্লটে দেখা যাচ্ছে এই মেগা সিরিয়াল। চ্যানেলের তরফে আল্টিমেটাম দিয়ে জানানো হয়েছিল, সেই স্লট উদ্ধার করতে না পারলে এক মাসের মধ্যে বন্ধ করা হতে পারে এই মেগা। এমনটাই জানা গিয়েছে সূত্রের খবরে।
যোগমায়ার জীবনে বহু বাধাবিপত্তি। বাবা দিন মজুর, রিক্সা চালান। অনেক না পাওয়ার মধ্যেই যোগমায়ার বড় হওয়া। তাঁর বাড়িতে না আছে আলো না আছে জল। বরং তাঁদের কলোনির জমির বাড়িটাও দখল হওয়ার জোগাড়। চক্রান্ত করে সেখানে বড় প্রোজেক্ট বানাতে চায় এক বিল্ডার। কী ভাবে সব সমস্যার সমাধান করবে সে? শেষ পর্যন্ত নিজের স্বপ্ন সফল করতে পারবে যোগমায়া? এমন একটা বাড়ির মেয়ে হয়ে কীভাবে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে জীবন যুদ্ধে জেতে সেই গল্পই বলছে ‘যোগমায়া’। কিন্তু এই গল্পই কি দর্শকদের টানছে না। না হলে টিআরপি এরকম তলানিতে গিয়ে ঠেকলো কেন?
সময়ের সাথে সাথে ইদানিং আমুল পাল্টে গিয়েছে বাংলা সিরিয়ালের ট্রেন্ড। তাই নতুন ট্রেন্ডে গা ভাসিয়েই এখনকার দিনে খুব অল্প সময়ের মধ্যেই ইতি টানা হচ্ছে অধিকাংশ বাংলা ধারাবাহিকে। তাছাড়া এখনকার কোনো সিরিয়াল যতই জনপ্রিয় হোক না কেন, টেলিভিশনের পর্দার টিকে থাকার জন্য প্রত্যেকের ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি।
তাই টিআরপি তালিকায় পিছিয়ে পড়লে খুব অল্প সময়ের মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে অধিকাংশ বাংলা ধারাবাহিক। তাই টেলিভিশনের পর্দায় এখনকার দিনে কোন ধারাবাহিকের গল্প আর বছরের পর বছর চলে না। বরং নির্দিষ্ট সময়েই ইতি টানা হয় সেই ধারাবাহিকে। এই ট্রেন্ডে গা ভাসিয়ে কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় মাত্র এক মাসের মাথায় শেষ হয়েছিল ভক্তিমূলক ধারাবাহিক ভক্তির সাগর। ঠিক একই পরিণতি কি হবে এবার যোগমা আরো। তা তো বলবে সময়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম