।। প্রথম কলকাতা ।।
Nawsad Siddiqui Accident: বিধানসভা (Assembly) যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি। সোমবার কোনা এক্সপ্রেসওয়ের গরফা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে নওশাদের গাড়ি। ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় নওশাদের গাড়ির সামনের অংশ।
কি ভাবে ঘটল দুর্ঘটনাটি ?
এদিন নিজের বাড়ি থেকে বিধানসভায় যাচ্ছিলেন নওশাদ কোনা এক্সপ্রেসওয়ে ধরে। সেই সময়ই আচমকা দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা গিয়েছে, কন্টেনারটি আচমকা দাঁড়িয়ে পড়লে, নওশাদের গাড়ির চালক অনুমান করতে না পারায় এই বিপত্তি ঘটে। পুলিশ সূত্রে খবর মিলেছে, বিধায়ক এবং চালক দু’জনেই সুস্থ রয়েছেন। দুর্ঘটনার বেশ কিছুক্ষন পর তিনি অন্য একটি গাড়ি করে বিধানসভার উদ্দেশে রওনা দেন। তাঁর গাড়িটি ঘটনাস্থল থেকে ব্রেক ডাউন ভ্যানে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত বিধায়ক। এই ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত থাকতে পারে বলেও আশঙ্কা করেছেন নওশাদ সিদ্দিকি। এই দুর্ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য সাঁতরাগাছি সংলগ্ন জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। জানা গিয়েছে, যে গাড়িটির পিছনে বিধায়কের গাড়ি ধাক্কা মারে সেই গাড়িটি করে খাবার সরবরাহ হচ্ছিল। তবে হাইরোডের উপরে হঠাই কেন ব্রেক কষলেন সেই নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম