।। প্রথম কলকাতা ।।
Border-Gavaskar Trophy: চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিয়ন (Nathan Lyon)। বৃহস্পতিবার ইন্দোরে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে একাই আট উইকেট দখল করেন। এদিন নাথান লিয়ন ভেঙে দিয়েছেন অনিল কুম্বলের রেকর্ড। ভারতের বিপক্ষে লিওনের ১১৩তম টেস্ট উইকেট। ভারতের দ্বিতীয় ইনিংসের ৫৭ ওভারে উমেশ যাদবকে আউট করে এই কর্তৃত্ব অর্জন করেন নাথান লিয়ন। এর আগে ১১১ উইকেট এই নজির ছিল কুম্বলের দখলে।
টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে সবচেয়ে সফল স্পিনারও হয়েছেন লিওন। শুভমান গিলের উইকেট নিয়ে শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের দখলে করে নেন অস্ট্রেলিয়ান এই অফ-স্পিনার। অভিজ্ঞ শেন ওয়ার্নের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল স্পিনারও লিয়ন। লিওনের দক্ষতা অস্ট্রেলিয়াকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে, বিশেষ করে ভারতের বিরুদ্ধে জিততে সাহায্য করেছে।
চলুন দেখে নেওয়া যাক বর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় কারা রয়েছেন-
নাথান লিয়ন- ১১২ উইকেট
অনিল কুম্বলে- ১১১ উইকেট
রবিচন্দ্রন অশ্বিন- ১০৬ উইকেট
হরভজন সিং- ৯৫ উইকেট
রবীন্দ্র জাদেজা- ৮৪ উইকেট
বৃহস্পতিবার ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয়ে যায়। ইন্দোরে তৃতীয় টেস্ট জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৭৬ রান। হাতে রয়েছে তিনদিন। চেতেশ্বর পূজারা ভারতের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন। যেখানে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান লিয়ন ৬৪ রান দিয়ে ৮ উইকেট দখল করেন। বর্তমানে বর্ডার-গাভাস্কার ট্রফির চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম