।। প্রথম কলকাতা ।।
Narendra Modi: শনিবার মধ্যপ্রদেশের ভোপালের রানি কমলাপতি স্টেশন থেকে নতুন ভোপাল-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পতাকা উড়িয়ে ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
১১তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ৭০৮ কিলোমিটার দূরত্ব প্রায় সাত ঘন্টা ৪৫ মিনিটে অতিক্রম করবে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও উপস্থিত ছিলেন। একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে যে “বন্দে ভারত এক্সপ্রেসের দেশীয় ডিজাইনের ট্রেন সেটটি অত্যাধুনিক যাত্রী সুবিধার সঙ্গে সজ্জিত। ট্রেনটি রেল ব্যবহারকারীদের জন্য দ্রুত, আরামদায়ক এবং আরও সুবিধাজনক ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করবে।”
এখনও অবধি, ১০টি বন্দে ভারত ট্রেন উদ্বোধন করা হয়েছে, যার মধ্যে দুটি ২০১৯ সাল থেকে দিল্লি থেকে বারাণসী এবং শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা চলছে। রানি কমলাপতি রেলওয়ে স্টেশনে ভোপাল-নতুন দিল্লি বন্দে ভারত ট্রেনের পতাকা উন্মোচন অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী মোদী ইন্দোরে মন্দিরে স্ল্যাব ধসে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন।
माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी द्वारा भोपाल से दिल्ली के बीच चलने वाली देश की 11वीं #VandeBharatExpress सर्विस (12वीं #VandeBharat ट्रेन) को रानी कमलापति रेलवे स्टेशन से हरी झंडी दिखाकर रवाना किया गया। pic.twitter.com/CFrciZKIzt
— Ministry of Railways (@RailMinIndia) April 1, 2023
শুক্রবার ইন্দোরের প্যাটেল নগরের শ্রী বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরের স্ল্যাব ধসে মৃতের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল ১১:৩০ টার দিকে পাথরের স্ল্যাব দিয়ে আচ্ছাদিত ছাদটি ধসে পড়ে। সেখানে বিশেষ রাম নবমী প্রার্থনার জন্য মন্দিরে ছিলেন প্রচুর মানুষ। ওই সময় আচমকাই একটি স্ল্যাব ভেঙে পড়ায় বহু পুণ্যার্থী কুয়োতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয় এবং দড়ির সাহায্যে টেনে তোলা হয়। কিন্তু ডুবে গিয়ে শ্বাসরোধে মারা যায় বেশ কয়েকজন।
#WATCH | PM Modi condoles the loss of lives in Indore temple stepwell collapse at the flagging off ceremony of Bhopal-New Delhi Vande Bharat train at Rani Kamlapati railway station pic.twitter.com/gkEtiAahd4
— ANI (@ANI) April 1, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম